মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেশের অর্থনীতির পরিস্থিতি আর খারাপ হবে না : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতির পরিস্থিতি আর খারাপ হবে না : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে, এর চেয়ে আর খারাপ হবে না ইনশা আল্লাহ। আমাদের অর্থনীতি আমরা সেভাবেই শক্তিশালী করতে পেরেছি। খারাপ অবস্থায় আমরা যাব না। গত রবিবার চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।

আবদুর রউফ তালুকদার বলেন, তিনটি চ্যালেঞ্জের কথা বলেছি। চ্যালেঞ্জগুলো হলো- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়িত্ব ও ব্যাপ্তি, ফেডারেল রিজার্ভের পলিসি ইন্টারেস্ট রেট বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চীনের কভিড পরিস্থিতি। এই তিনটি চ্যালেঞ্জ যত দ্রুত সমাধান হবে, আমাদের অর্থনীতি তত দ্রুত ঘুরে দাঁড়াবে। এই তিনটি সূচকের অবস্থা যদি খারাপও হয়, তাহলেও বলতে পারি, আমাদের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তার চেয়ে আর খারাপ হবে না ইনশা আল্লাহ। আমরা আমাদের অর্থনীতিকে সেভাবেই শক্তিশালী করতে পেরেছি। এর চেয়ে খারাপ অবস্থায় আমরা যাব না। স্বল্প মেয়াদে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, এটি স্থিতিশীল থাকবে। এটিই আমাদের পর্যবেক্ষণ। আমরা আশা করি ভালো দিন শিগগিরই আসবে। গভর্নর বলেন, আমরা একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করছি। যখন চ্যালেঞ্জগুলো চলে যাবে আমরা নিশ্চয়ই ক্যাপ উঠিয়ে দিব। আমাদের অর্থনীতির সহনশীলতা অত্যন্ত গভীর। কোনো একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি কখনো পড়ে যাবে না। কভিডের সময় আমরা ঘুরে দাঁড়িয়েছি।

সর্বশেষ খবর