সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এখন ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। আমরা অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছি। আমরা ক্ষমতা নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চাই। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ’৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এরা কিছুতেই যাবে না। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে কল্যাণমূলক, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আরও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এদের পরাজিত করতে হবে। আমরা জাতির স্বার্থে সংগ্রামে নেমেছি। শহীদ আসাদের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, আসাদ আমাদের প্রেরণা। শহীদ আসাদ পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুব উল্যাহর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপন, শহীদ আসাদের ছোট ভাই ড. নুরুজ্জামান হক প্রমুখ।

সর্বশেষ খবর