মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা চাইবে ইসি

৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোট হতে পারে : ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে সরকারের কাছে বরাদ্দ চাইবে নির্বাচন কমিশন। ইভিএম কেনার প্রকল্পে সিসি ক্যামেরার জন্যও প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল ইসি। কিন্তু আপাতত ইভিএম প্রকল্প স্থগিত হওয়ায় আসন্ন সংসদ নির্বাচনে অন্যান্য নির্বাচনী ব্যয়ের সঙ্গে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য বরাদ্দ চাওয়ার চিন্তা করছে ইসি। এদিকে আগামী সংসদ নির্বাচনে ৫০ থেকে ৭০ আসনে ইভিএম ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, আমাদের কাছে যে ইভিএম আছে তা দিয়ে আমরা নির্বাচন করব। এটা আমাদের সিদ্ধান্ত। তবে ৫০ থেকে ৭০-এর মধ্যে (ইভিএম ব্যবহারের) বিষয়টা থাকবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা আছে। কমিশন অবশ্যই সিসি ক্যামেরা চায়। অর্থনীতি এখানে বড় জিনিস বলে মনে করেন এই কমিশনার। তিনি বলেন, ইভিএম প্রজেক্ট পাস করার বিষয় আছে। কিন্তু সিসি ক্যামেরার জন্য প্রজেক্ট পাস করতে হবে না। এটা নির্বাচনের বাজেটের ব্যাপার। সিসি ক্যামেরা বাদ দিচ্ছি এমন ডিসিশনও হয়নি। আমরা আনবই আনবই এমন ডিসিশনও হয়নি। দ্বাদশ নির্বাচনের এক বছরের মতো দেরি জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এই এক বছরের মধ্যে দেশের অর্থনীতির পরিস্থিতি কোনদিকে যায় সেটিও আমরা বুঝতে পারব। সবমিলিয়ে এটা ডিসিশনের প্রশ্ন। ভোটে সিসি ক্যামেরা হলে ভালো হয়। আমাদের জন্য ভালো হয়। আপনাদের জন্য ভালো হয়। ভোটারদের জন্য ভালো হয়। আমরা তো চাইব ভালোর দিকে, খারাপের দিকে যেতে চাইব না। এই নির্বাচন কমিশনার বলেন, কমিশন চাইলেই তো নিজে নিজে করতে পারবে না। সবকিছু মিলিয়ে পরিবেশ-পরিস্থিতি যদি পারমিট করে আমরা অবশ্যই করব। আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা আছে। কমিশন অবশ্যই সিসি ক্যামেরা চায়। সরকারের ওই পর্যায়ে যাওয়া হয় না। তিনি বলেন, আইনে কোথাও দেওয়া নেই সিসি ক্যামেরা করতেই হবে। আমরা পরীক্ষামূলকভাবে করেছি। সিসি ক্যামেরার একটা ইফেক্টিভ রেজাল্ট। সেটিও কিন্তু একটা বড় বাজেট লাগবে। ৩০০ আসন একটা ম্যানেজমেন্ট বা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তা কীভাবে করা যায় আদৌ সম্ভব কি না। করলে কতটুকু করা যায় এ বিষয়টি নিয়ে আমরা এক ধরনের আলোচনা করে আসছি।

 

সর্বশেষ খবর