মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
জাতিসংঘ মহাসচিবের আহ্বান

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কতা অব্যাহত রাখতে হবে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কতা অব্যাহত রাখতে হবে

‘সহিংস চরমপন্থা প্রতিরোধে প্রথম আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, চরমপন্থি গোষ্ঠীগুলো তাদের অপতৎপরতা প্রসারিত করছে, এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে। জাতিসংঘ মহাসচিব এক বার্তায় আরও বলেন, অনেক দেশ সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে। তিনি সন্ত্রাসকে মানবতার প্রতি অবমাননা হিসেবে বর্ণনা করে বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মানবিক মূল্যবোধে জাগ্রত থাকায় গোটাবিশ্ব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছে। কিন্তু সেই বন্ধনকে টুকরো টুকরো করে মানবতার শত্রুরা ফায়দা লুটতে চায়। গুতেরেস বলেন, সন্ত্রাসবাদী এবং সহিংস চরমপন্থি গোষ্ঠীগুলো তাদের দুষ্ট বিষবাষ্প ছড়ানোর জন্য ইন্টারনেটকে অন্যতম অবলম্বনে পরিণত করেছে।

 

সর্বশেষ খবর