শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সমালোচনায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

প্রতিদিন ডেস্ক

সমালোচনায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

বাইডেন প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের জের ধরে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। গতকাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান এবং এর আগের দিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

খবরে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত হোয়াইট হাউসের সামনে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন ম্যালপাস। এ বিষয়ে তর্কবিতর্কের এক মাসের মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা এলো। এ ছাড়া বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েনও চলছিল তার। মার্কিন প্রশাসন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যালপাস। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ পদটির জন্য স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বিশ্বব্যাংকের প্রধান বাছাই করে আসছে যুক্তরাষ্ট্রের সরকার। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদে বসিয়েছিলেন ডেভিড ম্যালপাসকে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ছিল তার মেয়াদ।

সর্বশেষ খবর