শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছাত্র সংগঠনের নেতারা দস্যুরূপে আবির্ভূত হচ্ছে

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

আকতারুজ্জামান

ছাত্র সংগঠনের নেতারা দস্যুরূপে আবির্ভূত হচ্ছে

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ছাত্র সংগঠনের নেতা-নেত্রীরা শিক্ষার্থীদের ওপর দস্যুরূপে আবির্ভূত হচ্ছে। ছাত্র সংগঠনের নেতা-নেত্রীরা তো বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। তাদের কেউ অনিয়ম করলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ শিক্ষাবিদ বলেন, র‌্যাগিংয়ের নামে নির্যাতন, অত্যাচার আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে না, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কৃতির সঙ্গেও মেলে না। র‌্যাগিংয়ের নামে ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন হচ্ছে, যা খুবই দুঃখজনক। আসলে পুরো সমাজের মধ্যে অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতা দেখা যাচ্ছে, তারই প্রতিফলন বিশ্ববিদ্যালয়গুলোর এই চিত্র। এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি না। বিদ্যমান সমাজে মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধা, সহনশীলতার অভাব ও নিষ্ঠুরতার প্রতিফলন এই র‌্যাগিং। যাদের ক্ষমতা রয়েছে তারাই র‌্যাগিংয়ের নামে এমন নির্যাতন করছে। ক্ষমতাবানরা ক্ষমতাহীনের ওপর সব সময়ই এই নির্যাতন-নিপীড়ন করে থাকে। আগে সিনিয়র ছাত্রছাত্রীরা তাদের জুনিয়রদের র‌্যাগিং করত। কিন্তু এখন এটি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক রীতিতে পরিণত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নেত্রীর মাধ্যমে এক শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছে, যা খুবই লজ্জাজনক বিষয়। বিশ্ববিদ্যালয় নিজেই তো এ বিষয়টি সমাধান করতে পারত। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও প্রধান দায়িত্বই তো ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়া, তার পর শিক্ষা প্রদান। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ বিনোদন চর্চার সুযোগ দিতে হবে। উচ্চশিক্ষার বিদ্যাপিঠে ছাত্র সংসদ না থাকাও র‌্যাগিং-এর নামে নির্যাতনের বড় কারণ। কারণ এটি না থাকলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা-নেত্রীদের জবাবদিহিতার কোনো দায় থাকে না।

সর্বশেষ খবর