সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজনীতিতে বাধা নেই, নির্বাচন করতে পারবেন না খালেদা

জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দুই শর্তে রাজনীতি করতে পারবেন না, এমন কিছু বলা নেই। তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি  নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান। আইনমন্ত্রী বলেন, অসুস্থতার গ্রাউন্ডে দুটি শর্তে তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়া হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না, এমন কোনো শর্ত সেখানে ছিল না। কারণ বাকস্বাধীনতা। জননেত্রী শেখ হাসিনার সরকার মনে করে যে, কারও এই স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়। তিনি আরও বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন তা কারও বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাকে তখন ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় প্রধানমন্ত্রীর মহানুভবতায় মুক্তি দেওয়া হয়েছিল; তখন তাকে অসুস্থ হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে জানার জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে?। এই অনুচ্ছেদে বলা আছে, নৈতিক স্খলনজনিত কারণে যদি দুই বছর বা তার ঊর্ধ্বে কারও সাজা হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না।

সর্বশেষ খবর