বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ক্ষতি হচ্ছে অর্থনীতির, দ্রুত লেন বাড়ানোর তাগিদ

সময়মতো রপ্তানি পণ্য পাঠানো যাচ্ছে না

মো. জসিম উদ্দিন

সময়মতো রপ্তানি পণ্য পাঠানো যাচ্ছে না

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য লেন বাড়ানো জরুরি হয়ে পড়েছে। মাঝেমধ্যেই নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট দেখা দিচ্ছে। যানজটের কারণে সময়মতো রপ্তানির পণ্য চট্টগ্রামে পৌঁছাচ্ছে না। আমদানি পণ্যও নির্ধারিত সময়ে গন্তব্যে যাচ্ছে না। এতে শুধু ব্যবসায়ীরাই নন, দেশ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অর্থনীতির প্রাণ। এ মহাসড়ক ব্যবহার করেই মূলত দেশের আমদানি-রপ্তানি হয়। মহাসড়কের অনেক জায়গায় হাটবাজার, বাসস্ট্যান্ড, সংযোগসড়ক, টোল প্লাজা থাকার কারণে দূরপাল্লার পণ্যবাহী যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে হাটবাজারে আসা মানুষের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে, প্রাণহানি হচ্ছে। আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য এ মহাসড়কে আলাদা লেন করা গেলে আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

সর্বশেষ খবর