শিরোনাম
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুর্ঘটনা ঘটলেই দোষারোপের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনা ঘটলেই দোষারোপের রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দুর্ঘটনা ঘটলেই দোষারোপের রাজনীতি শুরু হয়। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় যখন হাসপাতালের বেডে দগ্ধ মানুষ অসহনীয় কষ্টে কাতরাচ্ছে, তখন রাজনৈতিক নেতারা একে অন্যের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি শুরু করেছেন। ভয়াবহ দুর্ঘটনা থেকে দেশের মানুষকে রক্ষা করতে না পারলে রাষ্ট্র অন্তত শোক প্রকাশ করতে পারে। তা না করে এখন ব্যর্থতা ঘোচাতে অন্যকে দোষারোপ করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গতকাল জাতীয় মহিলা পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলাম, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের প্রমুখ বক্তব্য দেন। জি এম কাদের বলেন, সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, বিরোধী পক্ষ আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, যদি নাশকতাই হয়ে থাকে, তাহলে সরকার নাশকতা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর