সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হঠাৎ প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৮টি পদ থেকে মোট ১৬ জন হঠাৎ করেই পদত্যাগ করেছেন। গতকাল বেলা দেড়টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বরাবর চিঠি দিয়ে তারা পদত্যাগ করেন। এরপর বেলা আড়াইটায় নতুন প্রক্টর নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ।

পদত্যাগকারীরা হলেন প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এসএএম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, গোলাম কুদ্দুস লাবলু, মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়। শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। শাহজালাল হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়, এএফ রহমান হলের আবাসিক শিক্ষক আনাবিল ইহসান, প্রীতিলতার হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রূপা, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচএম আবদুল্লাহ আল মাসুদ, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক রমিজ আহমেদ সুলতান, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিন, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ড. মো. শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা। আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর। পদত্যাগ সম্পর্কে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, পদত্যাগপত্রে সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তবে প্রক্টরিয়াল বডির এক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসন, পরিবহনসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করতে চেয়েছিলেন তারা। এদিকে গুরুত্বপূর্ণ পদের শিক্ষকরা কেন একযোগে পদত্যাগ করলেন- তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এক সঙ্গে ১৬ জন শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র জমা দেওয়ার নেপথ্যে কী রয়েছে- তা নিয়ে স্পষ্ট করে কেউই কিছু বলছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় শিক্ষক জানান, ‘উপাচার্যের কার্যক্রমে শৃঙ্খলা নেই। তিনি দুজন সিন্ডিকেট সদস্য যেভাবে চায় সেভাবে সিদ্ধান্ত নেন। নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন ঘটনায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থাকায় এসব দায়ভার আমাদেরও নিতে হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে হলেও দায় থেকে বাঁচতে হচ্ছে।’ এ ঘটনায় পদত্যাগ করা প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিভিন্ন সময় গবেষণার কাজ ও একাডেমিক ব্যস্ততার কারণে এ দায়িত্ব থেকে আরও আগেই সরে আসতে চেয়েছিলাম। সবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগের পর এদিন অপরাহ্ণে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের শিক্ষক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার।

সর্বশেষ খবর