মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। মানুষ অত্যন্ত কষ্টে আছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পড়ছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি মানুষকে অসহায় করে তুলছে। সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে বার বার ব্যর্থ হয়েছে। গতকাল পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

আলোচনায় অংশ নেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান, আনোয়ার হোসেন, ডা. মো. শহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান চাঁদপুরী, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ। ইসলামী আন্দোলনের আমির বলেন, হাতপাখার কর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, নির্যাতন চালিয়ে জনতার রুদ্ররোষ বন্ধ করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। যার ফলে বিভিন্ন জায়গায় দমন-পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্প্রতি বরগুনার আমতলী উপজেলা নির্বাচনে হাতপাখার প্রার্থীর জয়জয়কার দেখে তারা সেখানে এক ধরনের নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু কোনো ধরনের ফন্দি-ফিকির তাদের পতনকে রুখতে পারবে না।

সর্বশেষ খবর