বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নাগালের বাইরে

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম নাগালের বাইরে

সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, খাদ্যসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে। শ্রমজীবী মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে। সরকারের কর্তাব্যক্তিদের বাগাড়ম্বর দেখে মনে হয় না এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে। গতকাল ঢাকার পুরানা পল্টনে মুক্তিভবনে অনুষ্ঠিত হকার্স ইউনিয়নের কর্মিসভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাশিম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জলি তালুকদার, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, আফছার আহমেদ প্রমুখ।

কর্মিসভা থেকে সারা দেশে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন বন্ধ করা এবং খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমানো, জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ খবর