মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পুতিন-জিন পিং কী কথা হলো

প্রতিদিন ডেস্ক

পুতিন-জিন পিং কী কথা হলো

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র জোটের সঙ্গে যখন রাশিয়ার বিরোধ তুঙ্গে উঠেছে, তখন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাশিয়ায় পৌঁছেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তাদের আলোচনায় ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাচ্ছে। সূত্র : তাস, স্পুটনিক, আল-জাজিরা। চীনের প্রেসিডেন্ট তিন দিনের সফরে গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে রাশিয়ায় পৌঁছান। তিনি বিশেষ উড়োজাহাজে করে রাশিয়ার রাজধানী মস্কো গেছেন। এর আগে পুতিন বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আগের স্নায়ুযুদ্ধ যুগের তুলনায় এখন আরও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি এও বলেন, তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। প্রাপ্ত খবর অনুযায়ী, শি জিন পিং সন্ধ্যা রাতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন। এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা না গেলেও ধারণা পাওয়া গেছে, তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং উভয় নেতাই নিজ নিজ চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন। এতে ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে বেইজিংয়ের দেওয়া নির্ধারিত প্রস্তাবও স্থান পেয়েছে। ক্রেমলিনের সহযোগী ইউরি ওশাকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং শি জিন পিংয়ের মধ্যে আলোচনা চলবে ২২ মার্চ পর্যন্ত। এতে ব্যবসা-বাণিজ্য, সহযোগিতাসহ অন্যান্য সব বিষয়ই স্থান পাবে।

রাশিয়ার মামলা : রাশিয়ার তদন্ত কমিটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর এবং পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর