মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে যাবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে যাবে জাতীয় পার্টি

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, সাংবিধানিক ধারা মেনেই আগামী নির্বাচন হবে এবং সে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তিনি বলেন, পার্টিতে কোনো বিভেদ নেই। দলীয়ভাবে নেতার (এরশাদ) জন্মদিন স্মরণে কর্মসূচি পালন করা হচ্ছে, বিরোধীদলীয় নেতা হিসেবে আমিও দোয়ার আয়োজন করেছি। এতে কোনোভাবেই দ্বন্দ্ব বা বিভেদ প্রমাণ করে না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত বাসভবনে আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেগম রওশন এরশাদ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি নিয়ে এগিয়ে যাবে তার দল। তার রেখে যাওয়ায় দিকনির্দেশনা অনুযায়ী চলবে পার্টি। যারা তার নির্দেশনা অনুযায়ী চলবেন না, তাদের চলার পথ সুগম হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদতনয় রাহগির আল মাহি সাদ, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, রফিকুল হক হাফিজ, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর