শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশ-আয়ারল্যান্ড

সিরিজ জয়ের ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডে জিতেছিল ১৮৩ রানের আকাশসমান ব্যবধানে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতলেও দ্বিতীয়টি ভেস্তে যায় বৃষ্টিতে। ভেসে যাওয়া ম্যাচটিতে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। ম্যাচে মুশফিক মাত্র ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড গড়েন। আগের রেকর্ড ছিল সাকিব আল হাসানের, ৬৩ বলে। মুশফিকের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে। যা যে কোনো দেশের বিপক্ষে টাইগারদের দলগত সর্বোচ্চ। আগের রেকর্ড আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ জিততে তামিম বাহিনীর আজ জিততেই হবে। সিরিজে সমতা আনতে জিতলেই হবে আয়ারল্যান্ডের।

আজকের ওয়ানডে নিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ছিল ১৬ সদস্যের। শেষ ওয়ানডের জন্য স্কোয়াড করা হয়েছে ১৪ জনের। আজ তাসকিন আহমেদকে মাঠের বাইরে বসে থাকতে দেখা যেতে পারে। খেলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইয়াসির আলীর জায়গায় দেখা যেতে পারে রনি তালুকদারকে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ খেলেছেন রনি। সে জন্যই তাকে সুযোগ দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। যদিও প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। আজ খেলতে দেখা যেতে পারে রনিকে। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে তামিম ও সাকিবের পর মুশফিক তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লেখান। শুধু মুশফিক নন, দারুণ খেলছেন তৌহিদ হৃদয়ও। প্রথম ওয়ানডেতে ৯২ রানের পর দ্বিতীয়টিতে করেছেন ৪৯। লিটন দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রানের ইনিংস শাহরিয়ার নাফিসের সঙ্গে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক গড়েছেন। দলে লিটন, সাকিব, মুশফিক থাকার পরও মিডল অর্ডারে ভরসার নাম তৌহিদ। স্কোয়াডে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। যদিও অনুশীলনে চোখে ব্যথা পাওয়ায় প্রথম দুটি ওয়ানডে খেলেননি স্পিন অলরাউন্ডার। আজ শেষ ওয়ানডেতে নাও খেলতে পারেন মিরাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর