রাজধানীতে হাই কোর্টের পাশে পানির পাম্পের সামনে থাকা ড্রামের ভিতর থেকে আশরাফুল হক নামে এক ব্যক্তির টুকরা টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উদ্ধার এই লাশের পরিচয় শনাক্ত করা হয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, পরিত্যক্ত নীল রঙের দুটি ড্রাম দেখে সন্দেহ হয়। পরে খুলে দেখা যায়, একটিতে চাল অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ। লাশের মাথার অংশটুকু স্পষ্ট বোঝা যায়।
মুখে দাঁড়িও রয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ। কে বা কারা কী কারণে ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা লাশটা ফেলে গেছে সেটা শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।