সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কী বলছেন দলগুলোর নেতারা

আলোচনায় বসা অর্থহীন

----- অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

আলোচনায় বসা অর্থহীন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন (ইসি) নতুন করে এলডিপিকে আমন্ত্রণ জানালেও এ ইসির সঙ্গে আলোচনায় বসাকে অর্থহীন মনে করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি বলেন, শনিবার বিকাল ৪টার দিকে ইসির চিঠি পেয়েছি। বর্তমানে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। তাদের ক্ষমতা কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে নির্বাচন করেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সরকারি দলের লোকজন। উল্লিখিত সরকারি কর্মকর্তারা বর্তমানে সরকারের আজ্ঞাবহ। কাজেই ইসির সদিচ্ছা থাকলেও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া তাদের পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সে জন্য আমরা মনে করি, এ ক্ষমতাহীন ইসির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করাটা অর্থহীন। নতুন করে ইসির চিঠি পেলেও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংলাপে অংশ নেবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর