শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সঠিক তদন্ত হলে জানা যাবে আওয়ামী লীগ জড়িত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয় বরং বঙ্গবাজারে মার্কেটে আগুনের ঘটনায় আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এক লোক জড়িত। সঠিকভাবে তদন্ত করলে এটা সহজেই বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বঙ্গবাজারে অগ্নিকান্ডের ব্যাপারে বিএনপি জড়িত কি না তা খতিয়ে দেখা হবে’ এমন বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেছেন, যদি বঙ্গবাজারের অগ্নিকান্ডের প্রকৃত ও নিরপেক্ষ তদন্ত হয় তাহলে জানা যাবে যে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এক লোক বঙ্গবাজারকে দখল করার জন্য চেষ্টা ও কাজ করছিলেন। ফলে প্রকৃত তদন্ত হলে বেরিয়ে আসবে, আওয়ামী লীগের প্রভাবশালী লোকই এ ঘটনার সঙ্গে জড়িত। এর আগে যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট ও বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ১২ দলীয় জোটের নেতা জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি চেয়ারম্যান কারি মো. আবু তাহের প্রমুখ উপস্থিত হয়েছেন।

ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসার যে সম্ভাবনা আছে, আওয়ামী লীগের অধীনে পুরনো কায়দায় নির্বাচন হলে তা থাকবে না। সে জন্য জাতিসংঘ বলেছে, সবার অংশগ্রহণে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যা আগে হয়নি। সে কারণে জাতিসংঘ পররাষ্ট্রমন্ত্রীকে এ প্রস্তাব দিয়েছে। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, আমরা দেখছি সরকারের যে লক্ষ্য, তারা আবার আগের কায়দায় নির্বাচন করে ক্ষমতায় যাবে। তারা সেভাবেই পরিকল্পনা করেছে। স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তাতে আমরা অবাক হইনি। তিনি বলেছেন, এখানে কাউকে দরকার নেই, আমরা নিজেরাই যথেষ্ট।

সর্বশেষ খবর