সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সবাই মিলে বিচার বিভাগ গতিশীল করতে কাজ করতে হবে

ফরিদপুর প্রতিনিধি

সবাই মিলে বিচার বিভাগ গতিশীল করতে কাজ করতে হবে

হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হলো- বিচার, শাসন ও আইন বিভাগ। এ তিনটির কোনো একটি যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সে রাষ্ট্র, আইনের শাসন এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, সবাই মিলে বিচার বিভাগ আরও গতিশীল করতে কাজ করতে হবে। গতকাল দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতিতে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, প্রতিটি আদালত প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে বিচারপ্রার্থীরা আসেন।

এদের মধ্যে মহিলা ও শিশুরা থাকেন। তারা যাতে প্রয়োজনে বিশ্রাম নিতে পারেন, সেজন্য সারা দেশের আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী এ সময় বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে জেলা জজ আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা জজ (২) সিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান বিচারপতি ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা।

সর্বশেষ খবর