সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সরকারের উদ্দেশে বলেছেন, আপনাদের অনেক অর্জন এই সংসদে কিন্তু আপনাদের দুর্বলতাও তো আছে। আজ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে একটি কমিশন গঠন করতে পারেন নাই। এর পেছনে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র আপনারা বের করলেন না। চরম বামপন্থি, দক্ষিণপন্থি তাদের নাম এখন উচ্চারণ করা যাবে না। কারণ, তাদের নাম এখন নৌকায় উঠে গেছে। এভাবে দেশ চলবে না। এখনো সতর্ক হোন, সামনে কিন্তু বিপদ আসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কাজী ফিরোজ রশীদ আরও বলেন, এখন যদি পাত্রীপক্ষ শোনে, পাত্র সরকারি দল করে, তাইলে কয়, আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো পাত্র আর হয় না। পাত্র হিসেবে এখন সরকারি দলের কর্মীদের বাজার ভালো। কিন্তু পাকিস্তান আমলে দেখা যেত- পাত্র যদি রাজনীতি করে, তাহলে বিয়ে দিত না। কারণ, সে কোনো চাকরি পাবে না, তাহলে সে খাওয়াবে কী? বর্তমান সরকারের আমলে বিএনপির ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা পেয়েছেন বলেও দাবি করেন জাপার এই এমপি। জাতীয় পার্টির এই নেতা সংসদে সরকারের শরিক বামপন্থি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো সহি সালামতে নৌকায় উঠে বসে আছেন। নৌকার কান্ডারি হচ্ছেন শেখ হাসিনা। তাকেই নৌকা পার করতে হবে। কিন্তু আপনারা তো নিশ্চিত হয়ে বসে আছেন, পার হয়ে চলেও যাবেন আরও পাঁচ বছরের জন্য। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, আমি ছাত্রলীগ, যুবলীগ করেছি। কিন্তু আমি নমিনেশন পাইনি। আমার দোষ, ঘর ছেড়েছি। ঘর কি আমি ছাড়ছি? ঘর থেকে আপনারা বের করে দেবেন, আমি গাছ তলায় বসে থাকব? এই তো আমাদের নিয়তি। আজকে একটা বড় দল তারা নির্বাচনে আসবে না বলে দিয়েছে। এরপর তার মাইক বন্ধ হয়ে যায়। তিনি আর কী বলছিলেন, শোনা যায়নি। এর আগে কাজী ফিরোজ রশীদ আরও বলেন, এই যে টাকার বস্তা দিলাম। নমিনেশন দিলে পাস করব। আলহামদুলিল্লাহ। তাকে নমিনেশন দেন। ত্যাগী কর্মীদের আপনারা দিচ্ছেন না, এটা হলো আরেকটা বড় দুর্বলতা আপনাদের। তিনি বলেন, ’৭৫ সালে আমরা প্রতিরোধ করতে পারি নাই, আমাদের কাছে সব ছিল, কিন্তু কোনো ডাক আমরা পাই নাই। তিনি আরও বলেন, মাঝে মাঝে বলা হয়, এবার আর লাঙ্গল দেব না নৌকা। আমি জানতে চাই, আপনারা আমাদের এত ভয় পান কেন? ভয়ের কোনো কারণ নাই। দরকার হয় সব সিট আমরা ছেড়ে দেব। তবু আপনারা শান্তভাবে দেশ চালান।
শিরোনাম
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
সংসদে কাজী ফিরোজ রশীদ
পাত্র হিসেবে ভালো বাজার সরকারি দলের কর্মীদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর