মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি নয়

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি নয়

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক বিরোধ যদি ক্রান্তিকালেও থাকে, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গরম বেশি পড়লে বিদ্যুতের তার গরম হয়, তখন ঝুঁকিও বাড়ে। সাম্প্রতিক অগ্নিকান্ডের জন্য এটিও কারণ হতে পারে। বিদ্যুতের অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। কিছুদিন আগেও পরিস্থিতি ভালো ছিল না। জ্বালানি সংকটের মধ্যে এখন আর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়।

তিনি বলেন, উন্নয়নশীল দেশে এখন যে সংকট হচ্ছে তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল। বর্তমানে যে পরিমাণ এলএনজি আমদানি হচ্ছে তাতে বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা নয়। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর