রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। ইউক্রেনে হামলার পর রাশিয়ার ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বাস্তবতায় মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে দ্বিপক্ষীয় লেনদেন নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় দুই দেশ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে বাংলাদেশ ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমে (সিআইপিএস) ইউয়ান ব্যবহার করবে। মার্কিন ডলারের প্রভাব রুখতে ২০১৫ সালে এই সিস্টেম চালু করে চীন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ পরিশোধে জটিলতায় পড়তে হয় বাংলাদেশকে। এই পারমাণবিক কেন্দ্রের ঋণ ডলারে নয়, চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ মস্কোকে পরিশোধের মাধ্যমে এবার জটিলতা কাটিয়ে উঠতে পারবে ঢাকা। এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমোদনও দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ১৩ এপ্রিল। এর আগে, পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক পেমেন্ট চ্যানেল-সুইফট থেকে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে পড়লে গত বছরের মার্চে অর্থ পরিশোধ স্থগিত রাখার অনুরোধ করেছিল মস্কো। নতুন সমঝোতার আওতায় বাংলাদেশ একটি চীনা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিষ্পত্তি করবে। আর চীনের সিআইপিএস বা ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে রাশিয়ান পক্ষ অর্থ বুঝে পাবে। সুইফটের একটি সীমিত পরিসরে বিকল্প হলো ইউয়ানভিত্তিক লেনদেন নির্ভর সিআইপিএস। এর আগে, ২০২০ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তিতে বাংলাদেশের সঙ্গে মুদ্রা অদলবদলের প্রস্তাব দেয় মস্কো। তবে মার্কিন নিষেধাজ্ঞার পর সেখান থেকে পিছিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ঋণ পরিশোধ স্থগিত হয়ে যাওয়ায় কোন ব্যবস্থায় পেমেন্ট করা হবে সে বিষয়ে রাশিয়ার সঙ্গে একাধিক বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল