বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
ফের উদ্বেগ আইএমএফের

খেলাপি ঋণ কমাতে সময় জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় আবারও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে সংস্থাটি খেলাপি ঋণ কমিয়ে আনতে জুনের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে। ঢাকা সফররত প্রতিনিধি দলটি গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে বৈঠক করে এই উদ্বেগের কথা জানান। বৈঠকের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

এ ছাড়া ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী সম্পর্কে জানতে চেয়েছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল। তারা ব্যাংক কোম্পানি আইনের খসড়াও দেখতে চেয়েছে। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখনই সেটা জনসমক্ষে প্রকাশ করা যাবে না। পাসের জন্য সংসদে উত্থাপন করা হলে তাদেরকেও কপি দেওয়া হবে। প্রতিনিধি দলের সামনে দেশের ব্যাংক ব্যবস্থার সার্বিক অবস্থা তুলে ধরে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। তাতে বছরভিত্তিক খেলাপি ঋণের চিত্র, ঋণ বিতরণ, আদায়, মূলধন ঘাটতি, সঞ্চয় পরিস্থিতিসহ ব্যাংকগুলোর সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০২৩ সালে ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ ৮ দশমিক ২ শতাংশ। যা আগের বছর ছিল সাড়ে ৭ শতাংশের কম। এটা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। এ ছাড়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের বিষয়েও তারা জানতে চায়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা নিয়ে সরকার আপাতত ধীরগতিতে চলছে। এ দিন প্রতিনিধি দলটি এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আলোচনার অংশ হিসেবে সংস্থার প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে। তবে এরপর সেপ্টেম্বরে আরও একটি দল আসবে। তখন আরও বিস্তৃত আলোচনা হবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর