শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আদালতে দাঁড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হয়ে লেখক ই জিন ক্যারল বলেছেন, ‘আমি এখানে এসেছি কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ধর্ষণ করেছেন।’

বুধবার তিনি আদালতে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন। তার আগে তিনি ট্রাম্পের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন। আদালতে হাজির হয়ে ই জিন ক্যারল অভিযোগ করার সময় ট্রাম্প অনুপস্থিত ছিলেন। তবে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে বলেন, ‘এটি একটি প্রতারণামূলক মামলা।’

উল্লেখ্য, ইউএস ডিস্ট্রিক্ট জজ লুইস ক্যাপলেন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আইনজীবীদের সতর্ক করেন যে, এ ধরনের পোস্ট দিয়ে ট্রাম্প আদালত অবমাননার ঝুঁকি নিচ্ছেন। জিন ক্যারল তার জবানবন্দিতে আদালতকে জানিয়েছেন, ১৯৯৬ সালে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বার্গডরফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্প তাকে আক্রমণ করেছিলেন। সে সময় তিনি তা নিয়ে উচ্চবাচ্য করার সাহস পাননি। ভয় ছিল যে, ট্রাম্প তাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে পারেন। ২৩ বছর পর ২০১৯ সালে এ ধর্ষণের কথা বলার পর ট্রাম্প তার ওপর চড়াও হয়েছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যারল স্বীকার করেন, ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্পের আহ্বানে তিনি সাড়া দিয়ে একটি ড্রেসিংরুমে গিয়েছিলেন। কিন্তু মুহূর্তেই ট্রাম্পের ভদ্রোচিত কথাবার্তা এবং আচরণ কুৎসিত রূপ নেয়। বাধা দেওয়া সত্ত্বেও ট্রাম্প তাকে ধর্ষণ করেছেন। ক্যারল উল্লেখ করেন, ‘এই জঘন্য বর্বরতা সম্পর্কে আমি যখন বলেছি, তখন ট্রাম্প দাবি করেছেন এমনটি ঘটেনি। তিনি মিথ্যা বলেছেন। আমার সুনাম ধূলিসাৎ হয়েছে। এখন আমি আদালতে এসেছি ন্যায়বিচার দাবিতে এবং আমার জীবন ফিরে পাওয়ার চেষ্টায় আছি।’ ক্যারল আদালতে জবানবন্দি প্রদানের আগে অন্য এক পোস্টিংয়ে ট্রাম্প উল্লেখ করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ট্রাম্প লিখেছেন, ‘বিবরণ অনুযায়ী ধর্ষণের সময় সে (ক্যারল) চিৎকার করেনি। কেউ তা দেখেনি। কোনো সাক্ষীও পাওয়া যাবে না। সে কখনো পুলিশে অভিযোগও করেনি।’

সর্বশেষ খবর