রূপগঞ্জের ভুলতার সাউঘাট এলাকায় আরআইসিএল (রহিম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড) নামে একটি স্টিল মিলের ভাট্টিতে লোহা গলানোর সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। বৃহস্পতিবার বিকালে ওই রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিয়ন নামে এক শ্রমিক মারা যান। গতকাল বিকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহত চার শ্রমিক হলেন শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। বর্তমানে রাব্বি, জুয়েল ও ইয়াছিন নামে আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই কারখানায় গিয়ে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-২-এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিয়ন মারা গেছেন। তিনি বলেন, দগ্ধ অবস্থায় ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী (৩৫)। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শ্রমিক জানান, তিন মাস হয় কারখানাটি চালু করা হয়েছে। কারখানায় প্রাথমিকভাবে ২০-২৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাস আগে চালু হলেও কারখানার ভিতরে অগ্নিনির্বাপণ সামগ্রী রাখা হয়নি। এ ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য শ্রমিকদের দেওয়া হয়নি সুরক্ষা সামগ্রী। এতদিন পর্যন্ত শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা