রূপগঞ্জের ভুলতার সাউঘাট এলাকায় আরআইসিএল (রহিম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড) নামে একটি স্টিল মিলের ভাট্টিতে লোহা গলানোর সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। বৃহস্পতিবার বিকালে ওই রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিয়ন নামে এক শ্রমিক মারা যান। গতকাল বিকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহত চার শ্রমিক হলেন শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। বর্তমানে রাব্বি, জুয়েল ও ইয়াছিন নামে আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই কারখানায় গিয়ে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-২-এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিয়ন মারা গেছেন। তিনি বলেন, দগ্ধ অবস্থায় ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী (৩৫)। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শ্রমিক জানান, তিন মাস হয় কারখানাটি চালু করা হয়েছে। কারখানায় প্রাথমিকভাবে ২০-২৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাস আগে চালু হলেও কারখানার ভিতরে অগ্নিনির্বাপণ সামগ্রী রাখা হয়নি। এ ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য শ্রমিকদের দেওয়া হয়নি সুরক্ষা সামগ্রী। এতদিন পর্যন্ত শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৪
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর