রূপগঞ্জের ভুলতার সাউঘাট এলাকায় আরআইসিএল (রহিম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড) নামে একটি স্টিল মিলের ভাট্টিতে লোহা গলানোর সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। বৃহস্পতিবার বিকালে ওই রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিয়ন নামে এক শ্রমিক মারা যান। গতকাল বিকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহত চার শ্রমিক হলেন শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। বর্তমানে রাব্বি, জুয়েল ও ইয়াছিন নামে আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই কারখানায় গিয়ে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-২-এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিয়ন মারা গেছেন। তিনি বলেন, দগ্ধ অবস্থায় ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী (৩৫)। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শ্রমিক জানান, তিন মাস হয় কারখানাটি চালু করা হয়েছে। কারখানায় প্রাথমিকভাবে ২০-২৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাস আগে চালু হলেও কারখানার ভিতরে অগ্নিনির্বাপণ সামগ্রী রাখা হয়নি। এ ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য শ্রমিকদের দেওয়া হয়নি সুরক্ষা সামগ্রী। এতদিন পর্যন্ত শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শিরোনাম
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা