রূপগঞ্জের ভুলতার সাউঘাট এলাকায় আরআইসিএল (রহিম ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড) নামে একটি স্টিল মিলের ভাট্টিতে লোহা গলানোর সময় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। বৃহস্পতিবার বিকালে ওই রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিয়ন নামে এক শ্রমিক মারা যান। গতকাল বিকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহত চার শ্রমিক হলেন শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। বর্তমানে রাব্বি, জুয়েল ও ইয়াছিন নামে আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই কারখানায় গিয়ে গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-২-এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিয়ন মারা গেছেন। তিনি বলেন, দগ্ধ অবস্থায় ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে নিয়নের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী (৩৫)। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শ্রমিক জানান, তিন মাস হয় কারখানাটি চালু করা হয়েছে। কারখানায় প্রাথমিকভাবে ২০-২৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাস আগে চালু হলেও কারখানার ভিতরে অগ্নিনির্বাপণ সামগ্রী রাখা হয়নি। এ ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য শ্রমিকদের দেওয়া হয়নি সুরক্ষা সামগ্রী। এতদিন পর্যন্ত শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না পেলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৪
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর