শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র নেই বলেই জবাবদিহি নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই সরকারের জবাবদিহি নেই। তিনি বলেন, এ সরকারের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা; দেশের জনগণের ভবিষ্যৎ সুন্দর করার কোনো আগ্রহ তাদের নেই। দেশের মানুষকে টিকে থাকতে হলে, সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : বাংলাদেশ ও নদী’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার উন্নয়নের ঢাকঢোল বাজালেও দেশের নদীগুলো রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না। তিনি বলেন, অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে দেশের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যারা নদী দখল-দূষণ করছে, তারা সরকারঘনিষ্ঠ। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে আন্তনদী নিয়ে যেসব সমস্যা, সেগুলো বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে পারব। ফখরুল বলেন, তিস্তা নদীর পানি না পেয়ে দেশের একটা অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে; কিন্তু সরকার একটা শব্দও বলছে না। এক সময়ের প্রমত্ত বুড়িগঙ্গা এখন মৃতপ্রায়। দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। তুরাগ নদের পাশে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশ্রয়ে-সহযোগিতায় নদের ওপরে ক্লাব গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি সরকার পলিথিন নিষিদ্ধ করেছিল, টু-স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করেছিল। ফলে ঢাকার দূষণ কমেছিল। কিন্তু এখন এগুলোর গুরুত্ব না থাকায় ঢাকা এখন বিশ্বের অন্যতম দূষিত শহর। সেমিনারে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী জাকির হোসেন খান, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ।

সর্বশেষ খবর