শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

জামিনে মুক্ত ইমরান খান

গ্রেফতারের সময় মাথায় আঘাতের অভিযোগ

প্রতিদিন ডেস্ক

জামিনে মুক্ত ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। তবে তিনি অভিযোগ করেছেন, গ্রেফতারের সময় তার মাথায় আঘাত করা হয়েছিল।

গতকাল ইসলামাবাদ হাই কোর্টের একটি ডিভিশন  বেঞ্চ তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আপাতত ইমরানকে ১৫ দিনের সুরক্ষামূলক জামিন দেওয়া হয়েছে এবং ৯ মের পর দায়ের করা কোনো মামলায় বুধবার পর্যন্ত তাকে গ্রেফতার না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র : ডন, জিও নিউজ, রয়টার্স

ইমরান খান বলেছেন, গ্রেফতারের সময় তার মাথায় আঘাত করা হয়েছিল। তবে পরে তার সঙ্গে ভালো আচরণ করেন এনএবি সদস্যরা। গতকাল ইসলামাবাদ হাই কোর্টের সামনে সাংবাদিকদের এসব বলেন ইমরান খান। গতকাল জামিন শুনানির জন্য হাই কোর্টে হাজির ছিলেন তিনি। আদালত চত্বরে ইমরান আরও বলেন, গ্রেফতারের পর স্ত্রী বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, ‘আমি এনএবি সদস্যদের অনুরোধ করেছিলাম, তারা যেন আমাকে স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেন। পরে ল্যান্ডফোনে বুশরার সঙ্গে কথা বলতে দেন তারা।’

মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেফতার করেন এনএবির সদস্যরা। এতে রেঞ্জার্স সদস্যদের সহায়তা নিয়েছিলেন তারা। ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমাকে গ্রেফতার করা হলে ব্যাপক প্রতিক্রিয়া হবে। তাই যা হয়েছে, সেটা আমি কীভাবে থামাব?’ সাবেক এই প্রধানমন্ত্রী উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আমি কারাগারে থাকার সময় যা ঘটেছে, তার জন্য আমি কীভাবে দায়ী হব।’ ইনডিপেনডেন্ট উর্দুর সঙ্গে ইমরানের আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ইমরানকে বলতে শোনা যায়, ‘আমি হাই কোর্টে বসেছিলাম। সেখানে থাকতে আমাকে গ্রেফতারের কোনো কারণই ছিল না। আমাকে অপহরণ করা হয়েছিল। কারাগারে নেওয়ার পর তারা (এনএবি) আমাকে প্রথমে গ্রেফতারি পরোয়ানা দেখায়। পুলিশ কোথায় গেল? আইন কোথায় গেল? বুনো আইনে কিংবা সেনাবাহিনী কর্তৃক জোর করে তুলে নিলে এমনটা হয়।’

ইমরান মিথ্যাবাদী : ইমরান খান ও তার দল পিটিআইর কড়া সমালোচনা করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, পিটিআই নেতৃত্ব দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যে দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার দল মিথ্যাবাদী। গতকাল ফেডারেল মন্ত্রিসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর গ্রেফতারের পর সুপ্রিম কোর্টের কার্যক্রমের সমালোচনায় শাহবাজ বলেন, প্রধান বিচারপতি ইমরানকে বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। দুর্নীতির মামলায় তিনি এমনটি বললেন। তিনি বলেন, ডাবল স্ট্যান্ডার্ডের কারণে পাকিস্তানে বিচারব্যবস্থার মৃত্যু হয়েছে। তিনি বলেন, পিটিআইর বিক্ষোভকারীরা আমাদের শহীদদের অসম্মান করেছে। আমাদের শত্রুরাও এমনটি করেনি।

ইমরানের সঙ্গে প্রেসিডেন্ট আলভির বৈঠক

ইমরান খানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করেন। সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে ‘বেআইনি’ ঘোষণার পর পুলিশ লাইনসের অতিথিশালায় প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়।

সূত্র জানায়, প্রেসিডেন্ট আলভি পিটিআই প্রধানকে দেশের পরিস্থিতি, গ্রেফতার নিয়ে তার সঙ্গে সামরিক কর্তৃপক্ষের যোগাযোগ এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন।

সূত্র আরও বলেছে, ইমরান খান পরে গিলগিত বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদকে অতিথিশালায় ডেকে পাঠান। তিনিও (খালিদ) ওই বৈঠকে যোগ দেন। ওই বৈঠক মাঝরাত পর্যন্ত চলে।

ইমরানকে আবার গ্রেফতার করব : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানকে আবার গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার পাকিস্তানের দুনিয়া টিভিকে এ কথা বলেন রানা। তিনি বলেন, ‘আমরা তাকে (ইমরান) আবার গ্রেফতার করব। আগামীকাল (শুক্রবার) তিনি যদি হাই কোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য অপেক্ষা করব এবং তাকে আবার গ্রেফতার করব।’

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ

দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণা করার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ। টুইটারে তিনি লিখেছেন, ‘জাতীয় কোষাগার থেকে ৬ হাজার কোটি রুপি লুটে নেওয়া অপরাধীর সঙ্গে দেখা করে প্রধান বিচারপতি আপ্লুত। এ অপরাধীকে (ইমরান খান) মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন। বান্দিয়ালকে সরাসরি উদ্দেশ্য করে মরিয়ম বলেন, ‘আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’

জেমিমা গোল্ডস্মিথের সন্তোষ

ইমরান খানকে সুপ্রিম কোর্ট মুক্তির আদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের ওই আদেশের পর এক টুইটে জেমিমা লেখেন, ‘অবশেষে বোধ জাগ্রত হয়েছে’। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাই কোর্ট থেকে গ্রেফতার করা হয়। এরপর উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন নিহত এবং বিপুলসংখ্যক আহত হন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর