রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

সিরিজ জয়ের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশন। আজ চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হচ্ছেন তামিম  ইকবালরা। চেমসফোর্ডে বাংলাদেশি সমর্থকরা টাইগারদের জন্য ভিনদেশেই ঘরের মাঠ বানিয়ে দিয়েছেন। শুক্রবার ম্যাচের পর ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘সমর্থকদের পেয়ে আমাদের কাছে এটা ঘরের মাঠ বলেই মনে হচ্ছে।’ তৃতীয় ওয়ানডের জন্যও নাকি সব টিকিট বিক্রি হয়ে গেছে। বেশির ভাগ টিকিট বাংলাদেশি সমর্থকরাই কিনেছেন বলে ধরে নেওয়া যায়। দ্বিতীয় ওয়ানডেতে আইরিশ সমর্থকদের চেয়ে প্রবাসী বাংলাদেশিরাই বেশি ছিলেন। আজও ঘরের মাঠ ধরে নিয়েই খেলতে পারবেন টাইগাররা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ চেমসফোর্ডের আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। গত দুই ম্যাচের দিন বৃষ্টি হানা দিয়েছিল। প্রথম ম্যাচটা মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ নির্ধারিত সময়ের দুই ঘণ্টার বেশি সময় পর মাঠে গড়ায়। সেই ম্যাচে ৩১৯ রানের পাহাড় তাড়া করে ৪৪.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। আজও জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই দ্বিপক্ষীয় সিরিজের ট্রফি ঘরে আনতে পারবে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের দারুণ রেকর্ড রয়েছে। এই দলের বিপক্ষে ২০০৭ সালে ব্রিজটাউনে প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রথম সাক্ষাতেই আইরিশদের কাছে হেরে যায় টাইগাররা। এরপর ২০১০ সালের জুলাই মাসে বেলফাস্টে আরও একবার পরাজিত হয়। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে আর কোনো ম্যাচেই হারেনি টাইগাররা। ২০১০ সালের পর টানা সাত ওয়ানডেতে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। আজ কি টানা অষ্টম জয়ের দেখা মিলবে! চেমসফোর্ডের দর্শকরা টিকিট কিনে অপেক্ষায় আছেন। সময়ের আগেই তারা মাঠে পৌঁছে যাবেন আরও একটি দারুণ জয় দেখার প্রত্যাশা নিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর