মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা
দেবপ্রিয় ভট্টাচার্য বললেন

বাজেট এখন অনাথ আইএমএফ তার পালক পিতা

নিজস্ব প্রতিবেদক

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কিছুদিন আগে একটি আলোচনায় আমি বলেছিলাম বাজেট তো এখন অনাথ হয়ে গেছে। আর আইএমএফ তার পালক পিতা হয়েছে। সেই হিসেবে আইএমএফের কর্মসূচিটাই এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। গতকাল ‘আইএমএফ’র সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে’ শীর্ষক সিপিডি-নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সুলতানা কামাল। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের এই অঞ্চলে বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল আইএমএফের কর্মসূচির মধ্যে আছে। এসব দেশের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি একটু ব্যতিক্রম। পৃথিবীর উদাহরণ বলে আইএমএফ যখন কোনো দেশে যায়, তখন অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর তারা একটা একক কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে বা করে থাকে। কিছুদিন আগে বাজেট নিয়ে যখন আলোচনা হয়, তখন আমি বলেছিলাম বাজেট তো এখন অনাথ হয়ে গেছে। আর আইএমএফ তার পালক পিতা হয়েছে। সেই হিসেবে আইএমএফের কর্মসূচিটাই এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রচারের অভাবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অনেক সময় গরিব মানুষের নজরে আসে না এবং সে জন্য তাঁরা এই কর্মসূচির সুবিধা নিতে পারেন না। এ ছাড়া খাদ্য সহায়তার জন্য যত কার্ড দেওয়া হয় তা অপ্রতুল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আইএমএফ যখন কোনো দেশে কর্মসূচি নিয়ে যায়, তখন অনেক সময় সে দেশে বৈষম্য বেড়ে যায়। তাদের দেওয়া শর্ত বাস্তবায়ন করতে গিয়ে এটি হয়। আইএমএফের নিজস্ব গবেষণায় এটা উঠে এসেছে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভর্তুকি অনেক সময় ভালো হয়, আবার খারাপও হয়। বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, তা দিয়ে সার ও ডিজেলের মতো খাতেও ভর্ভুকি বাড়ানো সম্ভব। বাড়তি কর আদায়ের বিষয়ে আইএমএফের শর্ত নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এর সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু কাদের কাছ থেকে সেই কর আদায় করা হবে, সেটাই বড় কথা। এ ছাড়া দেশে কর আদায়ের আদর্শ ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন তিনি। দেশের অনেক মানুষ উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদ লাভ করছেন। তাদের কাছ থেকে কর আদায় করা উচিত। ব্যাংকের সুদহার উন্মুক্ত বা বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছে আইএমএফ। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এটা করাই উচিত। সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন, দেশে সুদহার বৃদ্ধির অভিঘাত পড়ে মূলত এসএমই খাতে, সেদিকেও খেয়াল রাখা উচিত।

 

সর্বশেষ খবর