আগামী বাজেটের আগে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমরা ঠিক করেছি আগামীতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করব। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কনফারেন্স রুমে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন এনার্জি স্ট্র্যাটেজি : টুওয়ার্ডস অ্যা প্রেডিকটেবল ফিউচার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত কারখানার কারণে গ্যাস সংকট ঘনীভূত হয়েছে। অনেকে একটা কারখানায় গ্যাসের অনুমোদন নিয়ে বাইপাস (অবৈধ) লাইন নিয়েছেন। প্রতিদিন আমরা এমন অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করছি, তারা আবার নিচ্ছে। আমরা এ অবৈধ গ্যাসলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের সহযোগিতা চাই। আমরা চাই কারখানা হোক। কারণ শিল্প গড়ে উঠলে অর্থনীতি বড় হবে। নসরুল হামিদ বলেন, অনেকে বলেন আমরা গ্যাসের ওপরে ভাসছি, আসলে এটা সত্য নয়। আমাদের নানা জায়গায় গ্যাস পাওয়া গেলেও তা ওঠানো সম্ভব হয় না। একটি গ্যাসকূপ খনন করতে যথেষ্ট সময় লাগে। আবার প্রতিটি কূপ সার্ভে করতে ৯ থেকে ২১ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়। এমন ১০টি কূপের মধ্যে তিন থেকে চারটি কূপে গ্যাস পাওয়া যায়। কিন্তু এর পেছনে অনেক অর্থ চলে যায়। এর পরও ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে হচ্ছে। প্রথম দিকে দেশি গ্যাসের কোনো মূল্য দেওয়া হতো না, কিন্তু এখানেও বড় খরচ হয়। আমরা দায়িত্বে আসার পর একটি ন্যূনতম দাম নির্ধারণ করে দিই। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে ভোলা থেকে গ্যাস আনার চেষ্টাও করছি। এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, এফআইসিসিআই সভাপতি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।