স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয় তাঁকে। সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ জুন শারীরিক জটিলতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে।
গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিরাজুল আলম খানের পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীরা তঁাঁর শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্য প্রাপ্তির জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।