বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক গড়েছেন মুশফিকুর রহিম। সাবেক টাইগার অধিনায়কের মাইলফলকের দিনটিতে উচ্ছ্বাস করেছে আফগানিস্তান। উৎসব করেছেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২৫৬ রানের রেকর্ড জুটি গড়ে। যা দেশটির ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। গুরবাজ-জাদরান জুটির রেকর্ডের ম্যাচটি ১৪২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষটি ১১ জুলাই। আফগানিস্তান এই প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। ২০১৬ ও ২০২২ সালের সিরিজ দুটি (২-১) জিতেছিল বাংলাদেশ। টাইগাররা গতকাল খেলেছে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া। প্রথম ওয়ানডের পরের দিন হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। অবশ্য পরের দিন তিনি অবসর প্রত্যাহার করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। তার অনুপস্থিতিতে দলকে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। টার্গেট ৩৩২ রান। সিরিজে সমতা আনতে পাহাড়সমান রান তাড়া করে জিততে হতো লিটন বাহিনীকে। ক্রিকেট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে তিনশোর্ধŸ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড সাকল্যে ৬টি। সর্বোচ্চ জয় ৩২২ রান। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেট বাংলাদেশ টপকেছিল ৪৮.১ ওভারে চার হাফসেঞ্চুরিতে। ৩৩২ রানের টার্গেটে বাংলাদেশ ৪৩.২ ওভারে ১৮৯ রান করে। সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিক। ৮৯ বলের ইনিংসটি তার ২৫০ ওয়ানডে ক্যারিয়ারের ৫৭ নম্বর হাফসেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুটি ওয়ানডে সিরিজ খেলে দুটিই জিতেছে টাইগাররা। এবার তৃতীয় সিরিজ খেলছে। চলতি সিরিজের প্রথমটিতে হারে বৃষ্টি আইনে ১৭ রানে। গতকালের ম্যাচটি ছিল সিরিজে ফেরার। খেলেননি তামিম। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন। তিনি এর আগেও নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরে তার অধিনায়কত্বে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করে টাইগাররা। উইকেটের সবুজ ঘাস ও বাউন্সের সহায়তা নিতে পারেননি টাইগার বোলাররা। আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২৫৬ রানের রেকর্ড জুটি গড়েন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাস বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি ২৮২ রান, হাশিম আমলা ও কুইন্টন ডি ককের। ওয়ানডেতে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ৩৬৫ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও জশুয়া ক্যাম্পবেল গড়েছিলেন রেকর্ডটি। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে দুইশোর্ধŸ রানের জুটি রয়েছে এটা। যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। গুরবাজের ২০ ওয়ানডে ক্যারিয়ারের এটা চতুর্থ সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে গুরবাজ অপরাজিত ছিলেন ১০৬ রানে। গতকাল ১৪৫ রানের ইনিংসটি খেলেন ১২৫ বলে ১৩ চার ও ৮ ছক্কায়। জাদরান কাটায় কাটায় ১০০ রান করে সাজঘরে ফিরেন। ১৩ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও একটি ছক্কা।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ আফগানদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম