মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সিডিএ চসিক নাগরিক সবার দায় আছে

আখতার কবীর চৌধুরী

আজহার মাহমুদ, চট্টগ্রাম

সিডিএ চসিক নাগরিক সবার দায় আছে

চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য কেউ এককভাবে দায়ী নয়। বরং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং শহরের নাগরিকরা এর জন্য দায়ী। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা, জবাবদিহিতা না থাকা এবং নাগরিকরা তাদের দায়িত্ব পালন না করার কারণে বন্দরনগর বারবার পানিতে তলিয়ে যাচ্ছে- এমনটাই মনে করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবীর চৌধুরী।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সেবা সংস্থাগুলোর একে অন্যকে দোষারোপ, তাদের সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। আবার সাধারণ মানুষও যত্রতত্র ময়লা ফেলছে, পলিথিন ব্যবহার করে ড্রেনে ফেলছে, তারাও দায় এড়াতে পারে না। আখতার কবীর বলেন, চসিক নগর পরিষ্কার রাখতে ৭% ট্যাক্স নিচ্ছে। কিন্তু তারা নগর কতটা পরিষ্কার রাখছে? বর্ষার আগে নগরের সব ড্রেন ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে পরিষ্কার করা উচিত। সিডিএ প্রকল্প বাস্তবায়ন করছে বলে চসিক ড্রেন পরিষ্কার করবে না তা হতে পারে না। সিডিএ’র কাজ সিডিএ করবে, চসিকের কাজ চসিককে চলমান রাখতে হবে। তিনি বলেন, নাগরিকরা মনে করেন ড্রেন মানে ময়লা ফেলার জায়গা। যার যেভাবে খুশি ময়লা ও পলিথিন ফেলছেন। এতে চসিকের কাজ কঠিন হচ্ছে। চসিক চাইলে নাগরিকদের জরিমানা করতে পারে, তাও করছে না। পাহাড় কাটার ফলে বালি ও মাটি ড্রেনে গিয়ে ভরাট হয়ে যাচ্ছে। এ ছাড়া সিডিএ বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। তারা (সিডিএ) বলছে, স্লুইসগেট নির্মাণ শেষ হলে জোয়ারের সময় গেট বন্ধ রাখলে জোয়ারের পানি নগরে ঢুকবে না। আবার ভাটার সময় গেট খুলে দিলে পানি দ্রুত নেমে যাবে। কিন্তু বেশকিছু স্লুইসগেট নির্মাণ শেষ হলেও এখনো কোনো সুফল মিলছে না। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন এখন পর্যন্ত নগরের সব খাল উদ্ধার করে খনন করা হয়নি তাও তদন্ত করে দেখা উচিত। আখতার কবীর বলেন, জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যখন সিডিএকে দেওয়া হলো, তখন চসিক হতাশ হয়ে পড়ল। এ মেগা প্রকল্প হাতছাড়া হওয়ায় তারা হতাশ। এ কারণে চসিক কিছুটা নিষ্ক্রিয়। এর দায় চসিক এড়াতে পারে না।

সর্বশেষ খবর