ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লি সফর করবেন তিনি। ভারত সফর শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁর ঢাকা ঘুরে যাওয়ার সূচি নিয়ে আলোচনা করছেন ঢাকা-প্যারিসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের শেষাংশে কিছু পরিবর্তনও আনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর চলছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত এখনো আলোচনা পর্যায়ে আছে। সফর হলে দুই দিনের হতে পারে। প্রাথমিকভাবে আলোচনা অনুসারে ফ্রান্সের প্রেসিডেন্ট ১১ সেপ্টেম্বর ঢাকা এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি এখন পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ঢাকা আসতে পারেন। সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম। বাংলাদেশের স্বাধীনতার পর একবার মাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৯০ সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারেন্ড বাংলাদেশ সফর করেন। এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে প্যারিসে যান। এর ২২ বছর পর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৩টি চুক্তিতে স্বাক্ষর করেন।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
ফ্রান্স প্রেসিডেন্টের ঢাকা সফরের আলোচনা
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর