ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লি সফর করবেন তিনি। ভারত সফর শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁর ঢাকা ঘুরে যাওয়ার সূচি নিয়ে আলোচনা করছেন ঢাকা-প্যারিসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের শেষাংশে কিছু পরিবর্তনও আনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর চলছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত এখনো আলোচনা পর্যায়ে আছে। সফর হলে দুই দিনের হতে পারে। প্রাথমিকভাবে আলোচনা অনুসারে ফ্রান্সের প্রেসিডেন্ট ১১ সেপ্টেম্বর ঢাকা এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি এখন পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ঢাকা আসতে পারেন। সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম। বাংলাদেশের স্বাধীনতার পর একবার মাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৯০ সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারেন্ড বাংলাদেশ সফর করেন। এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে প্যারিসে যান। এর ২২ বছর পর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৩টি চুক্তিতে স্বাক্ষর করেন।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
ফ্রান্স প্রেসিডেন্টের ঢাকা সফরের আলোচনা
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর