ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লি সফর করবেন তিনি। ভারত সফর শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁর ঢাকা ঘুরে যাওয়ার সূচি নিয়ে আলোচনা করছেন ঢাকা-প্যারিসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের শেষাংশে কিছু পরিবর্তনও আনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর চলছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত এখনো আলোচনা পর্যায়ে আছে। সফর হলে দুই দিনের হতে পারে। প্রাথমিকভাবে আলোচনা অনুসারে ফ্রান্সের প্রেসিডেন্ট ১১ সেপ্টেম্বর ঢাকা এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি এখন পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ঢাকা আসতে পারেন। সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম। বাংলাদেশের স্বাধীনতার পর একবার মাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৯০ সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারেন্ড বাংলাদেশ সফর করেন। এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে প্যারিসে যান। এর ২২ বছর পর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৩টি চুক্তিতে স্বাক্ষর করেন।
শিরোনাম
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড