ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লি সফর করবেন তিনি। ভারত সফর শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁর ঢাকা ঘুরে যাওয়ার সূচি নিয়ে আলোচনা করছেন ঢাকা-প্যারিসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের শেষাংশে কিছু পরিবর্তনও আনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর চলছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত এখনো আলোচনা পর্যায়ে আছে। সফর হলে দুই দিনের হতে পারে। প্রাথমিকভাবে আলোচনা অনুসারে ফ্রান্সের প্রেসিডেন্ট ১১ সেপ্টেম্বর ঢাকা এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি এখন পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ঢাকা আসতে পারেন। সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম। বাংলাদেশের স্বাধীনতার পর একবার মাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৯০ সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারেন্ড বাংলাদেশ সফর করেন। এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে প্যারিসে যান। এর ২২ বছর পর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৩টি চুক্তিতে স্বাক্ষর করেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ফ্রান্স প্রেসিডেন্টের ঢাকা সফরের আলোচনা
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর