ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লি সফর করবেন তিনি। ভারত সফর শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর ম্যাক্রোঁর ঢাকা ঘুরে যাওয়ার সূচি নিয়ে আলোচনা করছেন ঢাকা-প্যারিসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকেই আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের শেষাংশে কিছু পরিবর্তনও আনা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর করেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর চলছে। কূটনৈতিক সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত এখনো আলোচনা পর্যায়ে আছে। সফর হলে দুই দিনের হতে পারে। প্রাথমিকভাবে আলোচনা অনুসারে ফ্রান্সের প্রেসিডেন্ট ১১ সেপ্টেম্বর ঢাকা এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচি এখন পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ঢাকা আসতে পারেন। সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম। বাংলাদেশের স্বাধীনতার পর একবার মাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছিলেন। ১৯৯০ সালে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারেন্ড বাংলাদেশ সফর করেন। এরপর ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে প্যারিসে যান। এর ২২ বছর পর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৩টি চুক্তিতে স্বাক্ষর করেন।
শিরোনাম
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
ফ্রান্স প্রেসিডেন্টের ঢাকা সফরের আলোচনা
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর