একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসছে আজ। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সন্ধ্যা ৬টায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে সংসদীয় দলের শেষ সভা। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশের শেষ সংসদীয় সভায় দ্বাদশ ভোটযুদ্ধে জিততে ঐক্যের বার্তা দেবেন দলীয় প্রধান। বিগত দিনে যেসব নেতার সঙ্গে দূরত্ব রয়েছে সেগুলো অতি অল্প সময়ের মধ্যে ঘোচানোর নির্দেশনা দেবেন তিনি। এ ছাড়া বিএনপি-জামায়াত যেন কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সেজন্য নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সজাগ ও সতর্ক থাকার কথাও বলবেন তিনি। সংসদীয় দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে। ২০২৪ সালের ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছিল। জানা গেছে, শেষ অধিবেশনের ক্ষমতাসীন দলের সংসদীয় সভাকে অনেক গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী সেদিকে চোখ সবার। আওয়ামী লীগের নীতিনির্ধারক ও সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় সংসদ সামনে রেখে ঐক্যের বার্তা দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে গত সাড়ে চৌদ্দ বছরের উন্নয়নগুলো মানুষের সামনে তুলে ধরার বার্তা দেবেন তিনি। এ প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজই হবে বর্তমান সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের শেষ সভা। কাজেই এ সভাকে গুরুত্বপূর্ণই মনে করা হচ্ছে। আমরা ধারণা করছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটযুদ্ধে জিততে বার্তা দেবেন দলীয় সভানেত্রী। কীভাবে বিজয় নিশ্চিত করা যায়, মানুষের মন জয় করা, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখাসহ নানা নির্দেশনা দিতে পারেন।’ সূত্রমতে, আওয়ামী লীগ সভানেত্রী এ সংসদের শেষ সংসদীয় দলের সভায় এমপিদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি যারা বার্ধক্যজনিত ও নানা কারণে মনোনয়নবঞ্চিত হবেন তাদেরও ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশনা দেবেন। এর আগে গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন ঠিক করতে বৈঠক করা হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন। নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা শুধু নির্দেশনাই দেবেন না, তিনি দলীয় এমপিদের কথাও শুনবেন। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ তাদের প্রাধান্য দেবেন। নারী সংসদ সদস্যদের কথাও শুনবেন তিনি। জানা গেছে, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে নানা স্বার্থ সংঘাতের দ্বন্দ্ব-সংকট তৈরি হয়েছে। আগামী নির্বাচনে চতুর্থবারের মতো টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে তৃণমূলের ঐক্যের কোনো বিকল্প দেখছে না দলের হাইকমান্ড। এ লক্ষ্যেই দলের তৃণমূল প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার নানা দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। মূলত নির্বাচনে জয়ের জন্য সবাইকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘুচিয়ে ফেলার বার্তা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। একই সঙ্গে যারা দীর্ঘদিন নানা কারণে উপেক্ষিত ছিলেন সেসব নেতাদের মান ভাঙানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা থাকবে আজকের বৈঠকে। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচনে জয়ের জন্য সরকারের সব উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার নির্দেশনা দেবেন শেখ হাসিনা। এদিকে বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের নামে একদফা কর্মসূচি দিচ্ছে। তারা ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হতে পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন করার লক্ষ্যে তৃণমূল নেতাদের বিশেষ বার্তা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। বিএনপি নির্বাচন বানচালের নামে কোনো ধরনের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় প্রতিরোধ করারও বার্তা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, গ্রহণযোগ্য হবে। সে বিষয়েও প্রস্তুতি নিতে আহ্বান জানাবেন তিনি। আওয়ামী লীগ নেতাদের দাবি, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার জয় অবধারিত। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশেষ দিকনির্দেশনামূলক বার্তা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের আগে প্রতিবার তিনি বিশেষ বার্তা দিয়ে থাকেন। এবারও দলীয় এমপিদের তৃণমূলে ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে আমরা আশা করছি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় সংসদ অধিবেশন শুরু হবে। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনো এমপি মারা গেলে তার জন্য আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়। সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষমাণ। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনো বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনো অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।
শিরোনাম
- নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
- পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
- টিকটক লাইভেই ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
- দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে বাতিল
- রুপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
- গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প
- তুরস্কে ‘ডামি’ প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া : জেলেনস্কি
- এনসিপিদের সাদরে বরণ, জবি ছাত্রদের উপর টিয়ারশেল? প্রশ্ন রিজভীর
- রাজবাড়ী সদর হাসপাতালে ফের দুদকের অভিযান
- সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার
- সান্তাহারে প্রতিমা বিসর্জনের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- আইপিএলে অন্তত দুটি ম্যাচে মুস্তাফিজকে পাবে দিল্লি
- রাশিয়া-ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
- অ্যাপল পণ্যের উৎপাদনে চীনের বিকল্প ভারত
- কুলাউড়ায় শিশুসহ ১৪ জনকে পুশইন করল বিএসএফ
- ভারতে কারখানা নয়, অ্যাপলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের
- ‘টাকার আগে নিরাপত্তা’- বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে জনসনের বার্তা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০১ মামলা
- প্রাইভেট কার-থ্রি হুইলার সংঘর্ষে নারী নিহত
আওয়ামী লীগ ভোটে বিএনপি মাঠে
ভোটযুদ্ধে আসছে ঐক্যের বার্তা
হবে শেষ অধিবেশন ও সংসদীয় দলের সভা
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর