রাজধানীর মিরপুরে শাহআলী (রহ.) মাজারের গেটে অন্য সময়ের মতো বৃহস্পতিবার রাতেও সেখানে তিন-চারজন পুলিশ টহল দিচ্ছিল। গেট-লাগোয়া চায়ের দোকানটি খোলা থাকে সারা রাত। সেখান থেকে উত্তরে ঢিল ছোড়া দূরত্বে একটি গলি। গলির মুখেই ফুটপাতে দাঁড়ানো পাঁচ-ছয়জন পুরুষের সঙ্গে এক নারীও হাঁটাহাঁটি করছেন। তার পাশ দিয়ে তরুণ কিংবা যুবক বয়সের কেউ কেউ হেঁটে যাচ্ছিল। নারীর সামনে থেমেই আবার হাঁটতে শুরু করছেন। এ দৃশ্য চোখে পড়ার পর ওই নারীর পাশ ঘেঁষে হেঁটে যান এ প্রতিবেদকও। ওই নারী তখন প্রতিবেদককে বললেন- ‘কয়টা লাগবে? গাঁজার পুরিয়া বা ইয়াবা।’ বুঝতে বাকি নেই, ওই নারী সেখানকার মাদকের ফেরিওয়ালা। এই নারী ফুটপাতের যে স্থানটিতে দাঁড়িয়ে, সেখান থেকে উত্তর দিকে মিরপুরের সর্ববৃহৎ কাঁচা বাজার। কাঁচা বাজারের দিকে প্রায় ১৫ কদম হেঁটে যেতেই মার্কেটের সিঁড়িতে বসা আরও তিন নারী। কিছু দূরে আরও দুজন লোক বসে গল্প করছেন। তারা জানালেন, ওই নারীর নাম সালেহা, তবে ওই নারীর নামের অভাব নেই। কোনটি তার প্রকৃত নাম সেটি তিনিই জানেন। কাঁচা বাজারের সামনে গভীর রাতেও ভ্যানে কম দামে সবজি বিক্রি করছিলেন এক দোকানি। তিনি বললেন, সালেহার মতো আরও বেশ কয়েকজন নারী মাজার ঘিরে ওইসব ব্যবসা করছেন। আবার দিনের বেলায় কাঁচা বাজারের সামনে শাকসবজিও বিক্রি করেন। সবুজ নামের এই সবজি বিক্রেতার কথা বলতেও মনে পড়ে গত বছরের ২৮ এপ্রিলের একটি ঘটনার। মিরপুর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানিয়েছিলেন, মিরপুরে ইয়াবা বিক্রির অভিযোগে রুস্তম কসাই (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। দিনের বেলায় তিনি মাংস বিক্রি করতেন, রাতে ইয়াবার কারবার করেন। মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাকে আটকের সময় ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আর রুস্তম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের জানে আলম ওরফে কালুর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের তথ্যানুযায়ী, মিরপুর ঘিরে মাদক ব্যবসা বেশি জমজমাট। মিরপুরে ঘনবসতি ও বস্তি এলাকা বেশি থাকাটা এর অন্যতম কারণ। এখানে চিহ্নিত মাদকের স্পট রয়েছে ৫৬টি। এসব স্পটে ব্যবসা চালান ৬২ মাদক ব্যবসায়ী। মিরপুর মডেল থানা এলাকায় ৮টি, পল্লবীতে ২৪টি, কাফরুলে ১০টি, শাহআলী থানায় চারটি এবং রূপনগর, ভাসানটেক ও দারুস সালাম থানা এলাকায় রয়েছে ১০টি মাদকের স্পট। এদিকে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে আরেকটি ঘটনা ঘটে। বাংলামোটরের দিক থেকে পায়ে হেঁটে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের দিকে আসছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক নারী। সোনারগাঁও হোটেলের দক্ষিণ পাশের কোনায় কিছুটা অন্ধকার ফুটপাতে পৌঁছাতে ওই নারীর পথ রোধ করেন এক হিজড়া। এ সময় তার কাছে ১০০ টাকা দাবি করেন, নয়তো যেতে দেবেন না। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ ধরেও টানাটানি শুরু করেন। সুনসান এ স্থানটিতে উপায়ন্তু না পেয়ে ৫০ টাকা দিয়ে দ্রুত চলে যান ওই নারী। নাম জানাতে অনিচ্ছুক ওই নারী বলেন, বিষয়টি আশপাশের কোনো টহল পুলিশকে জানানোর মতো কাউকে খুঁজে পাননি তিনি।
শিরোনাম
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
ফুটপাতে মাদকের নারী ফেরিওয়ালা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর