দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করে না, এটাই আমাদের বড় সমস্যা। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেনেস্ট করাপশন (র্যাক) এর স্যুভেনির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আপনারাও (সাংবাদিক) দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। তবে একটি বিষয় হচ্ছে অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করে না, এটাই আমাদের বড় সমস্যা। সে কারণে কারা কারা দুর্নীতি করছেন তাদের চিহ্নিত করা উচিত, এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব বেশি। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। দুর্নীতিবাজদের সঙ্গে নিলে তারা আপনাদের ভিতর থেকে কাটবে। আপনাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। এটা বিবেচনা করা উচিত। দুর্নীতিবাজরা ভালো কাজ সফল হতে দেবে না। সে জন্য সচেতন থাকতে হবে। আপনাদের নিজের ঘরে দুর্নীতি আছে কি না, সেটাও দেখা উচিত। এমনকি প্রকাশনার সঙ্গেও দুর্নীতিবাজদের সংযুক্ত রাখা উচিত নয়। আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে বেড়াত, এখন দিনের আলোতে ঘুরে বেড়ায় এটাই সত্যি। আগে দুর্নীতিবাজরা রাস্তার একপাশ দিয়ে হাঁটত, এখন মাঝখান দিয়ে হাঁটে। দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে দুদক কমিশনার আছিয়া খাতুন, সচিব খোরশেদা ইয়াসমীন ও র্যাকের সভাপতি জেমসন মাহবুবসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
দুদক চেয়ারম্যান
অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর