দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করে না, এটাই আমাদের বড় সমস্যা। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেনেস্ট করাপশন (র্যাক) এর স্যুভেনির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আপনারাও (সাংবাদিক) দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। তবে একটি বিষয় হচ্ছে অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করে না, এটাই আমাদের বড় সমস্যা। সে কারণে কারা কারা দুর্নীতি করছেন তাদের চিহ্নিত করা উচিত, এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব বেশি। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। দুর্নীতিবাজদের সঙ্গে নিলে তারা আপনাদের ভিতর থেকে কাটবে। আপনাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। এটা বিবেচনা করা উচিত। দুর্নীতিবাজরা ভালো কাজ সফল হতে দেবে না। সে জন্য সচেতন থাকতে হবে। আপনাদের নিজের ঘরে দুর্নীতি আছে কি না, সেটাও দেখা উচিত। এমনকি প্রকাশনার সঙ্গেও দুর্নীতিবাজদের সংযুক্ত রাখা উচিত নয়। আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে বেড়াত, এখন দিনের আলোতে ঘুরে বেড়ায় এটাই সত্যি। আগে দুর্নীতিবাজরা রাস্তার একপাশ দিয়ে হাঁটত, এখন মাঝখান দিয়ে হাঁটে। দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে দুদক কমিশনার আছিয়া খাতুন, সচিব খোরশেদা ইয়াসমীন ও র্যাকের সভাপতি জেমসন মাহবুবসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর