মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে গতকাল বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার বিশ্বাসের জায়গাটিতে যে চিড় ধরেছিল তা মেরামতে যুক্তরাষ্ট্র আগ্রহী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবারের সফরে এমনটি বলে গিয়েছেন। তিনি বলেন, দুই দেশের কাছেই উপাদেয় ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে আগ্রহী। বিশেষ করে অর্থনৈতিক এবং জলবায়ু এসব বিষয়ে তারা কাজ করতে আগ্রহী। আমি বলব যে, স্পষ্টতই যুক্তরাষ্ট্রের দিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এক ধরনের আগ্রহ আছে। আর এই সম্পর্কটিকে নতুন গতি সঞ্চার করার বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। বাংলাদেশের দিক থেকে আমরা কীভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া দেখাব বা গ্রহণ করব তার ওপর নির্ভর করবে সম্পর্কটি কতটা গতি লাভ করবে বা বিস্তৃতি লাভ করবে। হুমায়ুন কবির বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের দিক থেকে ইতিবাচকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায়। এখন বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে কতটা এগিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আর সেখানেও অভ্যন্তরীণভাবে আমরা একে অপরের সঙ্গে কতটা পরিমাণে সহমত আছি তার ওপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অনেক কঠিন ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী। আর এই কঠিন ইস্যুকে সহজ বানাতে চাইলে অভ্যন্তরীণ জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করি। দেশের নির্বাচনকেন্দ্রিক নানা টানাপোড়েন পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সামনের দিকে এগিয়ে যাওয়া বিষয়ে ডোনাল্ড লু যে ইঙ্গিত দিয়েছেন সে প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো কেমন হবে এবং তা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার প্রধান নিয়ামক শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা বা রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণ। এ ক্ষেত্রে বাইরের আমাদের যে বন্ধুরা আছে তারা আমাদের পরামর্শ দিতে পারে, তারা কোন জিনিসটা ভালো সেটা আমাদের বলতে পারে। তবে তারা এটি পরিবর্তন করবে না, পরিবর্তন আমাদেরই করতে হবে। আমাদের জনগণ বা বাংলাদেশের মানুষকে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য এ সফরে ডোনাল্ড লু যা বলেছেন তা সঠিক। তারা তাদের দিক থেকে যে পরামর্শ দেওয়ার ছিল সেটা তারা দেওয়ার চেষ্টা করেছেন। এটি গ্রহণ করি বা না করি তা আমাদের সিদ্ধান্ত। করলে ভালো আর না করলে চ্যালেঞ্জগুলো থাকল। ঠিক আছে এটি থাকল একটি বিষয়। তবে বিস্তৃত পরিসরে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে আরও অন্যান্য জায়গায় বিষয়গুলো আছে, যেখানে কাজ করার সুযোগ আছে। সেটাতে তারা কাজ করতে আগ্রহী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সম্পর্ক উন্নয়নে স্পষ্টতই যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে
--- হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর