জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আর সাধারণ পরিষদের অধিবেশনে বেশ কবার প্রস্তাব পাসের পরও রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে কোনো অগ্রগতি হয়নি। এর ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী ইস্যুটি শুধু বাংলাদেশকেই নানা ঝুঁকির মধ্যে নিপতিত করেনি, একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতি ও ভয়ংকর হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এর প্রতিকারে জাতিসংঘের সর্বশেষ অবস্থান কী? ২০ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হকের কাছে জানতে চেয়েছেন এই প্রতিবেদক। জবাবে ফারহান হক বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের বসতভিটায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরির জন্য যা দরকার তা জাতিসংঘ করছে। এ সমস্যার সঙ্গে জড়িত সব রাষ্ট্র ও সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে নিরাপদে যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারে। তবে সে পরিবেশ তৈরির ধারেকাছেও এখনো আমরা পৌঁছাতে পারিনি। মিয়ানমার বিষয়ে কাজের জন্য জুলি বিশপ নামে নতুন একজন বিশেষ দূত নিয়োগ করেছেন মহাসচিব। তিনি ইতোমধ্যে ওই অঞ্চলের বিভিন্ন অংশীজনের সঙ্গে এ নিয়ে কাজ শুরু করেছেন। দেখা যাক কী ঘটে।’ উল্লেখ্য, ২০ জুন ছিল বিশ্ব শরণার্থী দিবস। সে আলোকে বাংলাদেশে ১৪ লাখের মতো রোহিঙ্গা শরণার্থীর ইস্যুটি উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) মানে ‘সবুজ জলবায়ু তহবিল’ নিয়ে। উন্নত দেশগুলো এ তহবিলে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করলেও গত বছর পর্যন্ত বার্ষিক গড়ে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের মতো পাওয়া গেছে। জিসিএফের ভূমিকা ধীরগতিতেই চলতে থাকবে? জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ডের পরিস্থিতির ব্যাপারে তাঁর সম্যক ধারণা রয়েছে। তিনি বিশ্বাস করেন জিসিএফ সত্যিই একটি সার্থক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতিসংঘ চায় সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা যতটা সম্ভব জমা হোক, কারণ পরিকল্পনা অনুযায়ী কাজগুলো দ্রুত বাস্তবায়িত হওয়া দরকার।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
বাংলাদেশ প্রতিদিনকে জাতিসংঘ
রোহিঙ্গা সমস্যা দূর করতে কাজ শুরু করেছেন জুলি বিশপ
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর