সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে দেওয়া পরিপত্র বহাল রাখার দাবিতে আজ বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করবে তারা। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে এই ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ, ঢাকা-রাজশাহী মহাসড়ক, ঢাকা-রংপুর মহাসড়ক, ঢাকা-পাবনা মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে চট্টগ্রামে ও পুরান ঢাকায় আন্দোলনকারীদের রাস্তায় নামতে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলছেন, শিক্ষার্থীদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোটা নিয়ে টালবাহানা করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে ও নানান ধরনের ফেস্টুনসংবলিত মিছিল নিয়ে জড়ো হয় । পরে সেখান থেকে মিছিল নিয়ে হাজী মুহাম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড়, বকশিবাজার, বুয়েট, পলাশীর মোড়, আজিমপুর, ইডেন কলেজের রোড, হোম ইকোনমিকস রোড, নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে এসে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে নাহিদ বলেন, রবিবার বিকাল ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হবে। শুধু শাহবাগ নয়, সায়েন্স ল্যাব, মতিঝিল, চানখাঁরপুলসহ ঢাকা শহরের সব সড়কে শিক্ষার্থীরা অবরোধ গড়ে তুলবে। যারা ঢাকার বাইরে তারা সব বিশ্ববিদ্যালয়ের সড়ক, জেলার মহাসড়ক সব জায়গায় অবরোধ গড়ে তুলবে। তিনি আরও বলেন, কোর্ট আর ছাত্রদের মুখোমুখি করে সরকার দায়িত্বহীন আচরণ করছে। পুলিশি বাধা ঠেলে অবরোধে জবি শিক্ষার্থীরা : জবি প্রতিনিধি জানান, গতকাল পুলিশের বাধা উপেক্ষা করে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৩টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাঁতিবাজার মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে আন্দোলনকারী পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি নিয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করে। সেখানে একটানা আড়াইঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। অবরোধের ফলে গুলিস্তান ফুলবাড়িয়া থেকে ঢাকা-মাওয়ার একাংশসহ পুরো পুরান ঢাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এ সময় শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাধা উপেক্ষা করে চট্টগ্রামে সড়ক অবরোধ : চবি প্রতিনিধি জানান, পুলিশের বাধা উপেক্ষা করে গতকাল বিকালে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এর আগে বিকাল ৪টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর ষোলশহর এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করেন। এতে চকবাজার-২ নম্বর গেট, ২ নম্বর-জিসি, বায়েজিদ-২ নম্বর এবং মুরাদপুর-২ নম্বরে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
শিক্ষার্থীরা জানান, আমাদের চার দফা দাবি মানা না হলে শুধু পুরান ঢাকাকে নয় এদেশের ছাত্র সমাজ পুরো দেশকে অচল করে দেবে। মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটার সুবিধা নিতে পারে তা-ই বলে তাদের নাতি-পুতিরাও কোটার সুবিধা ভোগ করবে এটা মেনে নেওয়া হবে না। আমরা হাই কোর্ট ও সরকারকে আহ্বান জানাচ্ছি দ্রুততম সময়ে ২০১৮ সালের কোটার পরিপত্র পুনরায় বহাল রেখে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য। গণ জোয়ারে উত্তাল রাবির কোটা আন্দোলন : রাবি প্রতিনিধি জানান, গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের এক হাজার শিক্ষার্থী অংশ নেন। আন্দোলনে শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন, অধিকার আদায় ও সাম্য প্রতিষ্ঠায় এ দেশের ছাত্র সমাজ সর্বদা তৎপর ছিল, আগামীতেও থাকবে। আন্দোলনে সংহতি জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তান শাহাবুদ্দিন আহমেদ বলেন, কোটা প্রয়োগ করে অন্যদের থেকে আমি বেশি সুযোগ পেতে পারি। কিন্তু এটা আমি চাই না। তাই আমিও কোটা পদ্ধতি সংস্কার চাই। বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের : ইবি প্রতিনিধি জানান, গতকাল কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহের উভয় দিকে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন।
রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ : রংপুর প্রতিনিধি জানান, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গতকাল পদযাত্রা ও ছাত্রসমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নগরীর মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেন তারা। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে একটি পদযাত্রা বের করেন তারা।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ : শাবিপ্রবি প্রতিনিধি জানান, বৃষ্টি উপেক্ষা করে প্রায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সিলেট-সুনামগঞ্জের রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বিকাল ৩টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল গেট সংলগ্ন গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবি না মানা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপশি ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষলা দেয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ : টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সড়ক অবরোধ করে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ : খুলনা প্রতিনিধি জানান, খুলনার শিববাড়ী মোড়ে সড়ক করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের ফলে নগরীর শিববাড়ী-সোনাডাঙ্গা সড়ক, শিববাড়ী-ময়লাপোতা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ : পাবনা প্রতিনিধি জানান, গতকাল ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিছুক্ষণ ক্যাম্পাসেই সমাবেশ করেন তারা। পরে শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।