সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই উপপরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৭ জনের মধ্যে দুই উপপরিচালক ছাড়াও আলোচিত ড্রাইভার আবেদ আলী এবং তার ছেলে সোহানুর রহমান সিয়াম রয়েছেন।
জানা গেছে, গ্রেফতার ১৭ জনের মধ্যে ছয়জনই পিএসসির কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম পিএসসির উপপরিচালক, মো আলমগীর কবির পিএসসির সহকারী পরিচালক, সৈয়দ আবেদ আলী পিএসসির অবসরপ্রাপ্ত গাড়িচালক, ডেসপাস রাইডার খলিলুর রহমান, পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম, পিএসসির অডিটর প্রিয়নাথ রায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান ও নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন। বাকি আটজন হলেন- নোমান সিদ্দিকী, আবু সোলায়মান মো. সোহেল, মো. জাহিদুল ইসলাম, মো. মামুনুর রশীদ, সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন, লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি চক্র এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিএসসহ ৩০টি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সঙ্গে পিএসসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইলের কিছু স্ক্রিনশট অনেককে শেয়ার করতে দেখা গেছে। এতে তার রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত ও পরহেজগারির নানা দৃশ্য প্রকাশ পেয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।