আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ-এ মন্তব্য করেছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল বরিশালের গৌরনদীতে জুমার নামাজের পর সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি। পটুয়াখালী যাওয়ার পথে গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমা নামাজ শেষে সংক্ষিপ্ত সভায় নুরুল হক নূর বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে মানুষ অস্থির ছিল। আজকে যারা তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান- তাদেরকে এ সব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। সংক্ষিপ্ত পথসভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় নুরুল হক নূর সবাইকে স্মরণ করিয়ে বলেছেন, ‘আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন।’ নূর আরও বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজিবাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চাইছে। কিন্তু তাদেরও জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান সম্পর্কে বলেন, এর কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই এ পতন হয়েছে। তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা সব চালাব- তাহলে ভুল করবেন। মনে রাখবেন এক স্বৈরাচার হটিয়ে, আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
আগামীতে দেশের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক বরিশাল ও ভাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর