নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক করতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, আর কোনো বিতর্ক হবে না। ২৭ জুন জো বাইডেনের পর গত মঙ্গলবার কমলার সঙ্গে বিতর্ক করেন ট্রাম্প। এ বিতর্কের পর বিভিন্ন জরিপে কমলা জয়ী হয়েছেন বলে উদঘাটিত হলেও ট্রাম্প নিজকে বিজয়ী দাবি করছেন। এমন অবস্থায় নর্থ ক্যারোলিনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশ থেকে কমলা আরেকটি বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এর আগেই ট্রাম্প তার অনীহার কথা বলেছেন। উল্লেখ্য, রিপাবলিকান পার্টির কট্টর সমর্থক ফক্স টিভির পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এবং কমলার মধ্যে আরেকটি বিতর্ক অনুষ্ঠানের হোস্ট হওয়ার প্রস্তাব উত্থাপন করেছিল। তাতেও সম্মতি দেননি ট্রাম্প। অ্যারিজোনা স্টেটের টাকসানে বৃহস্পতিবারের নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেছেন, আমরা দুটি প্রেসিডেন্সিয়াল বিতর্ক করেছি। তা ছিল খুবই সফল। তাই তৃতীয় কোনো বিতর্ক হবে না। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় কমলার সঙ্গে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন বলে দাবি করলেও তার নির্বাচনি প্রচার কমিটির শীর্ষ নেতারাও হতাশা ব্যক্ত করেছেন। কারণ, কমলার কাছে ট্রাম্প টিকে থাকতে পারেননি। এজন্য তারাও আরেকটি চান্স গ্রহণের পক্ষে রয়েছেন। জনমত তৈরির ক্ষেত্রে, বিশেষ করে সিদ্ধান্তহীন ভোটারকে পক্ষে টানতে প্রার্থীদের বিতর্ক অপরিসীম ভূমিকা রাখে বলে সবাই মনে করছেন। এদিকে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ নভেম্বরের নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন। এই দম্পতির পক্ষে তাদের একজন মুখপাত্র এ তথ্য গণমাধ্যমে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, জর্জ বুশ বেশ কবছর আগেই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কার্যক্রম থেকে অবসর নিয়েছেন। তাই তারা আসন্ন ব্যালট যুদ্ধে কাউকে ভোট দিতে রাজি নন। একই কারণে ২০১৬ সালের নির্বাচনেও ট্রাম্প অথবা হিলারি-কাউকেই ভোট দেয়নি এই দম্পতি।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
কমলার সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন ট্রাম্প
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর