আগামী বছর দেশবাসী রাজনৈতিক সরকার দেখবে বলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ প্রধান উপদেষ্টা জানাবেন। এখন পর্যন্ত তিনি এ ব্যাপারে কোনো ঘোষণা দেননি। শিক্ষা উপদেষ্টার বক্তব্য একান্তই ওনার ব্যক্তিগত। এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। অপূর্ব জাহাঙ্গীর বলেন, গতকাল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্দা সিসন্সসহ মেটার একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে আসেন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সামাজিক মাধ্যমে একটি বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর শিকার।’ তিনি মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মিরান্দা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং জানান যে তাঁদের প্ল্যাটফর্ম কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে ব্যবহার করতে না পারে, সেদিকে তাঁরা সতর্ক রয়েছেন। এ ছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা লর্ড মার্ক মালোচ ব্রাউন গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অপূর্ব জাহাঙ্গীর বলেন, আজ (সোমবার) ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের যাঁরা আছেন তাঁরাও আসবেন, যাঁরা দিল্লিতে আছেন, তাঁদেরও অনেকে আসবেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ওই দেশগুলোর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হবে। বাজারে ভোজ্য তেলের সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, ‘বিষয়টা বিস্তারিত জানাবে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আমাদের হিসাবে বাজারে কোনো সংকট নেই।’