গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মুক্তিযোদ্ধারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সমাজ চেয়েছিলেন। রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে নানা কারণে তা বাস্তবায়ন করেনি। গতকাল বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের উদ্দেশ্যে ৫৩ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল।
ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছরে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্র গঠনের চিত্র দেখতে পাইনি। এর ফলে গোটা দেশের মানুষের মাঝে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নতুন করে বিনির্মাণের প্রত্যাশা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এ প্রত্যাশা ধারণ করতে হবে, বাস্তব রূপ দিতে হবে। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে সবার ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো এ সরকারকে সহযোগিতা করবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে সংস্কার প্রয়োজন সেগুলোয় সরকারকে সবাই সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবে। এবারের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের প্রত্যাশা, পরিবর্তনের লক্ষ্যে যে জন আকাঙ্ক্ষা ধারণ করে ছাত্র-জনতা লড়াই করেছে, সংগ্রাম করেছে সেই পরিবর্তনটা যেন টেকসই এবং স্থায়ী হয়।