চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে চান, ঢাকা ছাড়ার আগে জানিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর স্বপ্ন বাস্তবের মুখ দেখেনি। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ হয়ে গেছে টাইগারদের। নিউজিল্যান্ডের জয়ে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেরও টুর্নামেন্ট শেষ। দুই দল দুটি করে ম্যাচ হেরেছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও ভারত। ব্ল্যাক ক্যাপসদের সেমিফাইনাল গতকাল নিশ্চিতে সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দেন রাচিন রবীন্দ্র। রবীন্দ্র খেলেন ১১২ রানের ইনিংস ১০৫ বলে ১২ চার ও ১ ছক্কায়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে নাজমুল বাহিনীকে জিততে হতো। নাজমুলরা জিতলে স্বপ্ন টিকে থাকত পাকিস্তানেরও। বিপরীতে জিতলেই নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে গতকাল মুখোমুখি হয় দুই দল। রাওয়ালপিন্ডি টাইগারদের সুখকর এক ভেন্যু। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এ রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাসে গতকাল টস হেরে ব্যাটিং করে। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লোয়ার অর্ডারে জাকের আলী অনীক ছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। বড় কোনো জুটিও গড়তে ব্যর্থ হন। সবচেয়ে বেশি হতাশাজনক ছিল দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। দলের প্রয়োজনীয় মুহূর্তে পুরোপুরি ব্যর্থ ছিলেন দুই সিনিয়র। ব্যর্থ ছিলেন ভারত ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও। তিন ব্যাটারের ব্যাট থেকে রান আসে মাত্র ১৩। হৃদয় ৭, মুশফিক ২ ও মাহমুদুল্লাহ ৪ রান করেন। আগের ম্যাচে শূন্য করেছিলেন ২৭৪ ম্যাচে ৭৭৯৫ রান করা মুশফিক। আগের ম্যাচ না খেললেও গতকাল ব্যর্থ হন আগের চার ম্যাচে টানা হাফ সেঞ্চুরির ইনিংস খেলা মাহমুদুল্লাহ। দলের মিডল অর্ডারের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল। ভারতের বিপক্ষে শূন্য রানে আউটের পর সমালোচিত হয়েছিলেন টাইগার অধিনায়ক। গতকাল ১১০ বলে ৯ চারে ৭৭ রানের ইনিংস খেলে সমালোচনার জবাব দেন নাজমুল। তিনি সর্বশেষ ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেন। জাকের ৪৫ রান করেন ৫৫ বলে ৩ চার ও ১ ছক্কায়। ম্যাচসেরা মিচেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান করে। টার্গেট ২৩৭ রান। রাওয়ালপিন্ডির ধীরলয়ের উইকেটে খুব মন্দ স্কোর নয়। সে স্কোরটি ঠান্ডা মাথায় ব্যাটিং করে টপকে যায় ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৭২ রানে ৩ উইকেটের পতনের পর চতুর্থ জুটিতে ২২.৪ ওভারে ১২৯ রান যোগ করেন রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। রবীন্দ্রের সেঞ্চুরিটি আসরে নবম এবং তাঁর ক্যারিয়ারের চতুর্থ। পাকিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম খেলেন ৫৫ রানের ইনিংস।
শিরোনাম
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০৩:০২, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর