ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। গত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বাংলাদেশ প্রতিদিনকে গত রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আজ শুক্রবার বাদ জুমা অধ্যাপক আরেফিন সিদ্দিকের নামাজে জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। মৃত্যু পর্যন্ত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল পর্যন্ত টানা এ দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি নিজ বিভাগে যোগ দেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসরে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক অত্যন্ত সজ্জন এবং ছাত্রছাত্রীবান্ধব শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রীরা যে কোনো প্রয়োজনে তাঁকে পেতেন। পিতৃস্নেহে তিনি তাদের আগলে রাখতেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক শিক্ষক মহলেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন।
শিরোনাম
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
চলে গেলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর