বয়স মাত্র ১৯ বছর। যে বয়সে ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবেন সেই পরিকল্পনা থাকার কথা। কিন্তু মোসাম্মাৎ মীম আক্তারের ভাবনায় অন্য কিছু। মাত্র ১৯ বছর বয়সে বিধবা মীমের চিন্তা কন্যাকে নিয়ে বেঁচে থাকার। একমাত্র কন্যা মিথিলা ইসলাম রোজা গর্ভে থাকা অবস্থায় তার স্বামী আল আমিন রনি ১৯ জুলাই বিকালে মহাখালীতে গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বানারীপাড়া উপজেলার পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে রনি মহাখালীতে একটি ওয়ার্কশপ ও পার্টটাইম খাদ্যপণ্য দ্রব্যে ডেলিভারির কাজ করতেন। স্ত্রী, বিধবা মা ও ভাইবোন নিয়ে মহাখালী সাত তলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন মীম। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চাখার গ্রামের বাবার বাড়িতে থাকেন তিনি। একটি চাকরির জন্য পাঁচ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বানারীপাড়া উপজেলার চাখার বাজারের একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি। বৃহস্পতিবার সেখানে প্রশিক্ষণ নিতে আসার পর কথা হয় মীমের সঙ্গে। তিনি জানান, পাঁচ মাস বয়সি সন্তান ঘরে একা রেখে আসা যায় না। তাই প্রতিদিন সন্তানকে সঙ্গে নিয়ে আসেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। তিনি কন্যাকে নিয়ে সেন্টারে থাকেন। মীম বলেন, বাবা কামাল হোসেন মাঝি চাখার বাজারের ক্ষুদ্র মাছ বিক্রেতা। তার ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বাবার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব নয়। নিজের খরচ নিজে চালানোর জন্য চাকরির প্রয়োজন। তাই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। এইচএসসি পাস করা মীমের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের পরিবার থেকে দুই তিনবার খোঁজখবর নিয়েছিল। কন্যার জন্মের পর একবার দেখতে এসেছিল। কিন্তু কন্যার জন্য কিছু করে না। মীম বলেন, ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার চেয়ে একটি স্থায়ী চাকরি জরুরি। নিজে স্বাবলম্বী হয়ে কন্যাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান মীম। জীবনে কোনো ঈদের আনন্দ বাবার সঙ্গে উপভোগ করতে পারবে না কন্যা রোজা। এ কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় জানিয়ে মীম হয়তো স্বামী বেঁচে থাকলে তাকে ও কন্যাকে নিয়ে আনন্দ করতেন এই ঈদে। সেটা থেকে বঞ্চিত হবেন তিনি ও কন্যা।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার