সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘শেখ হাসিনা স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে বিতাড়িত হয়েছেন। তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা যদি ফিরে তাকাই শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। তিনি কিছু কিছু আইনকানুনে পরিবর্তন এনেছেন। সংবিধান সংশোধন করেছেন, সংবিধানে পঞ্চদশ সংশোধন তিনি এনেছেন। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করেছেন, বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছেন।’ গতকাল বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বিডিএস হলরুমে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য কমিশনের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। আমরা আশা করি এটা একটা জাতীয় সনদে পরিণত হবে এবং এটা স্বাক্ষরিত হবে। যেটা রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এর বাইরে বহু নাগরিক আছে। তাদেরও গুরুত্বপূর্ণ মতামত আছে। আমরা সংবিধান সংশোধনের কথা বলছি, কতগুলো মৌলিক সংস্কারের কথা বলছি। সংবিধান হলো জনগণের মতামতের প্রতিফলন, জনগণের অধিকারের রক্ষাকবচ।