সহিংস পরিস্থিতির মধ্যে নেপালে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকরা। এ পরিস্থিতিতে আপাতত নেপাল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সব রকম উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়ায় নামতে পারছে না নেপালগামী ফ্লাইটগুলো। অনুকূল পরিস্থিতি না থাকায় বিমানের একটি ফ্লাইট কাঠমান্ডু গিয়েও সেখানে নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে। উ™ূ¢ত পরিস্থিতির কারণে কাঠমান্ডুগামী হিমালয়া এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল করা হয়েছে। এদিকে বর্তমানে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরতে পারেনি।
গতকাল দূতাবাস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অব্যবস্থাপনার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে উ™ূ¢ত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছু সব বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। গতকাল নেপালের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় যে কোনো জরুরি পরিস্থিতিতে দুটি নম্বরে (মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সহিংস বিক্ষোভের কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় নামতে পারছে না বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফ্লাইট। ত্রিভুবন বিমানবন্দরে সব রকম উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাসুদ জানান, শুধু বিমানই নয়, নেপালের উ™ূ¢ত পরিস্থিতির কারণে কাঠমান্ডুগামী হিমালয়া এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল করা হয়েছে। আর কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।
ফিরতে পারেনি ফুটবল দল : বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল সময় গতকাল বেলা ৩টায় তাদের ফেরার ফ্লাইট ছিল। তবে কাঠমান্ডুতে ছাত্র-জনতার আন্দোলন চলমান থাকায় বাংলাদেশ দল হোটেল থেকে বিমানবন্দরে যেতে পারেনি।
আটকা বিমান যাত্রীদের জন্য হটলাইন : কাঠমান্ডু-ঢাকা রুটের জন্য ফ্লাইট-সম্পর্কিত তথ্য বা আপডেট জানতে বাংলাদেশ বিমানের যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডু অফিসের কান্ট্রি ম্যানেজার : +৯৭৭৯৮৫১০৩৭৫১০, স্টেশন ম্যানেজার : +৯৭৭৯৮৫১০২৬১৫৯, বিক্রয় বিভাগ : +৯৭৭৯৮৪৭৯১৮৪০২। ধারণা করা হচ্ছে, বর্তমানে নেপালে প্রায় ৫০০ বাংলাদেশি বিমান যাত্রী আটকে আছেন।